পঁচিশ সালের গোড়া থেকেই বলিউডের মার্কশিট ঝকঝকে। 'ছাবা' দিয়ে বিজয়রথ শুরু হয়েছিল, মধ্যান্তরে প্রেম-রোম্যান্সে রাশ ধরে 'সাইয়ারা'। তার পর বছরশেষে বলিউডের ধুন্ধুমার চমক হিসেবে উঠে এল 'ধুরন্ধর'। দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির রমরমা বাজারে বলিউড যে পিছিয়ে নেই, বছরশেষের বক্স অফিস মার্কশিটই তা জানান দেয়। ছাব্বিশ সালেও কিন্তু একগুচ্ছ বিগবাজেট সিনেমা পর্দা কাঁপাতে আসছে। যে তালিকায় শাহরুখ খান, সলমন খান, হৃতিক রোশন, রণবীর কাপুরদের মতো সেলেবখচিত হাইভোল্টেজ সিনেমা রয়েছে। বলিউডের পাশাপাশি টলিউডের 'মাস্ট ওয়াচ'-এর তালিকাও বেশ ভারী।
২০২৬ সালে বেশ কিছু জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি এবং সিনে সিক্যুয়েল থাকছে বলিউডের ঝুলিতে। সেই তালিকায় কোন কোন সিনেমা রয়েছে? আগে সেগুলিই বলা যাক। হৃতিক রোশনের পরিচালনায় 'কৃশ ৪' আসার কথা ছাব্বিশে। শুধু পরিচালনা নয়, অভিনেতা হিসেবে দ্বৈত ভূমিকায় কেমন চমক দেন গ্রিক গড? চোখ থাকবে সেদিকে। বিতর্ক, আইনি জটিলতা পেরিয়ে মাসখানেক আগেই 'হেরা ফেরি ৩'র শুটিং শুরু করেছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি। ২০২৬ সালে বহু প্রতীক্ষিত সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা। অজয় দেবগনের হিট থ্রিলার ফ্র্যাঞ্জাইজি 'দৃশ্যম'-এর তৃতীয় সিক্যুয়েলের পাশাপাশি আসছে টাইগার শ্রফের 'বাগি ৪', বরুণ ধাওয়ানের 'ভেড়িয়া ২', রানি মুখোপাধ্যায়ের নারীকেন্দ্রিক হিট ফ্র্যাঞ্জাইজি 'মর্দানি ৩'।
অন্যদিকে বিগ বাজেট সিনেমার তালিকাও নেহাত নাতিদীর্ঘ নয়! বিগত তিন বছর ধরে চর্চায় থাকা নীতেশ তিওয়ারির 'রামায়ণ'-এর প্রথম পর্ব ছাব্বিশ সালেই মুক্তির আলো দেখবে। যে সিনেমার জন্য হাড়ভাঙা খাটুনি করেছেন রণবীর কাপুর। রামের ভূমিকায় কতটা নজর কাড়েন কাপুরনন্দন? দেখার জন্য মুখিয়ে ভূভারতের দর্শককুল। মেগাবাজেট সিনেমার তালিকায় রয়েছে শাহরুখ খানের 'কিং'ও। যে ছবিতে প্রথমবারের জন্য পিতা-পুত্রী শাহরুখ-সুহানা একফ্রেমে ধরা দেবেন। এছাড়াও দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসিদের মতো তারকামুখের ভিড় 'কিং'য়ে। এছাড়াও বহু প্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার'। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল মুখ্য ভূমিকায়। ক্যামিও চরিত্রে চমক হিসেবে পাওয়া যেতে পারে শাহরুখকে। বাদশা-রণবীরদের পাশাপাশি সলমন খানের দেশাত্মবোধক সিনেমা 'ব্যাটেল অফ গালওয়ান'ও রিলিজ করছে ছাব্বিশে।
দক্ষিণী বলয়ের সিনেমা হলেও প্রভাসের 'ফৌজি' হিন্দি বলয়েও কৌতূহলের অন্ত নেই। যশের 'টক্সিক' নিয়েও উন্মাদনার পারদ চড়েছে। এই সিনেমায় একেবারে ভিন্ন চরিত্রে ধরা দেবেন কিয়ারা আডবানি। অন্যদিকে ছত্রপতি শিবাজী মহারাজের বায়োপিক হিসেবে নতুন বছরে মুক্তির আলো দেখবে 'দ্য প্রাইড অফ ভারত'। উল্লেখ্য, 'ধুরন্ধর'-এর দ্বিতীয় ভাগও মুক্তি পাচ্ছে ২০২৬ সালের মার্চে। অতঃপর ছাব্বিশের বলিউড বক্স অফিসে যে 'বিস্ফোরণ' অপেক্ষামাত্র, তা বলাই বাহুল্য। তবে 'পিকচার অভি বাকি হ্যায়'!
মেগাবাজেট থ্রিলার-অ্যাকশন, রোম্যান্স থেকে দেশাত্মবোধক ঘরানার পাশাপাশি ছাব্বিশ সালে দমফাটা হাসির গল্পও রয়েছে বলিউডের ঝুলিতে। প্রিয়দর্শন পরিচালিত অক্ষয় কুমার, তাবুর 'ভূত বাংলা' মুক্তি পাচ্ছে। 'ধামাল'-এর চতুর্থ ফ্র্যাঞ্চাইজির (ধামাল ৪) পাশাপাশি তালিকায় রয়েছে রম-কম ছবি 'পতি পত্নী অউর ওহ ২'।
বলিউডের পাশাপাশি টলিউডের 'মাস্ট ওয়াচ'-এর তালিকাও বেশ ভারী। সিনে অনুরাগীদের জন্য একগুচ্ছ চমক নিয়ে হাজির হচ্ছেন জিৎ, দেব, আবির চট্টোপাধ্যায়রা। বছরের শুরুতেই জানুয়ারি মাসে রিলিজ করছে অঙ্কুশ হাজরার রম-কম ঘরানার সিনেমা 'নারীচরিত্র বেজায় জটিল'। টিজার-ট্রেলারে পেটে খিল ধরিয়েছেন বটে, এবার বড়পর্দায় দেখার পালা। জানুয়ারিতেই কাকাবাবু অবতারে 'বিজয়নগরের হীরে' অভিযানে পর্দা কাঁপাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
অন্যদিকে ফি বছর টলিউড রিলিজের তালিকায় একগুচ্ছ 'সিনে উপহার' নিয়ে হাজির থাকেন নন্দিতা-শিবপ্রসাদ। ২০২৬ সালেও তার অন্যথা হচ্ছে না। উইন্ডোজ প্রযোজিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর মুক্তি পাওয়ার কথা ছিল চলতি শীতে। কিন্তু বড়দিনে টলিউডের একাধিক সিনেমার ভিড়ে এই ভূতুড়ে ছবি মুক্তি পাচ্ছে জানুয়ারি মাসে। এছাড়াও সুমন ঘোষের পরিচালনায় ২০২৬ সালের অন্যতম বড় চমক হতে চলেছে 'ফ্যামিলিওয়ালা'। যে সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা হয়নি, তবে খবর, ছাব্বিশ সালের অক্টোবর কিংবা নভেম্বর মাসে মুক্তি পাবে এই সিনেমা। উইন্ডোজ-এর ভাঁড়ারের চমক কিন্তু এখানেই শেষ নয়! শোনা যাচ্ছে, নতুন বছরের জানুয়ারি মাস থেকে 'ইচ্ছে'র সিক্যুয়েলের শুটিং শুরু করবেন নন্দিতা-শিবপ্রসাদ। আর পুজোয় ধরাবাঁধা স্লটে 'বহুরুপী ২' আসার কথা। তেইশ সালে যে সিনেমা বক্স অফিসে কাঁপন ধরিয়েছিল। মার্চ থেকে শুরু হবে শুটিং।
অন্যদিকে, রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি 'মন মানে না' ফেব্রুয়ারি মাসে প্রেমদিবসের আবহে মুক্তি পাওয়ার কথা। যে ছবিতে ত্রিকোণ প্রেমের কাহিনিতে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়, হিয়া চট্টোপাধ্যায়কে। টলিউডের অন্যতম বহু প্রতীক্ষিত সিনেমা জিতের অনন্ত সিং বায়োপিক 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। মুম্বইয়ে গিয়ে অ্যাকশনের তালিম নিয়েছেন জিৎ। বাকি ম্যাজিক পর্দায় দেখার অপেক্ষা। দেবের একাধিক সিনেমা রিলিজের অপেক্ষায়। সেই তালিকায় 'খাদান ২', 'প্রজাপতি ৩' রয়েছে। একটা পুজোয়, অন্যটা বড়দিনে আসার কথা। সৃজিত মুখোপাধ্যায়ও জোড়া চমক দিতে চলেছেন 'উইঙ্কল-টুইঙ্কল',
'শরৎচন্দ্র ভার্সেস এম্পায়ার' দিয়ে। সম্ভাব্য রিলিজ তালিকায় রয়েছে রুক্মিণী মৈত্রর মেগাবাজেট সিনেমা 'দ্রৌপদী'ও। অতঃপর নতুন বছর যে সিনেমাপ্রেমীদের জন্য দারুণ একটা সময় নিয়ে আসতে চলেছে, তা বলাই বাহুল্য।
