তুষারঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি! বিদ্যুৎহীন ক্যালিফোর্নিয়ায় বিপর্যস্ত জনজীবন

02:08 PM Feb 26, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল তুষারঝড়ে (Winter storm) বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া (California)। বিদ্যুৎ নেই, জলও অপ্রতুল। স্বাভাবিক ভাবেই বিপর্যস্ত জনজীবন। তুষারঝড়ের সঙ্গে সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টিও। যার জেরে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) ৮৫ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। তার উপর হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে আরও বাড়বে ঝড়ের দাপট।

Advertisement

গত ২৪ ঘণ্টায় লস অ্যাঞ্জেলেসে বৃষ্টি হয়েছে ৫ ইঞ্চি। যা এখানকার সারা বছরের বৃষ্টিপাতের এক তৃতীয়াংশ। এই পরিমাণে বৃষ্টির ধাক্কায় বহু জায়গা জলমগ্ন হয়েছে। নদীগুলির জল বিপদসীমা দিয়ে বইছে। এদিকে ঝড়ের দাপটে ল্যাম্পপোস্ট উপড়ে গিয়েছে বহু জায়গায়। ফলে বিদ্যুৎ সংযোগ নেই বহু বাড়িতেই। ফলে হিটার ব্যবহার করতে না পেরে শৈত্যের কবলে পড়েছেন এলাকার বাসিন্দারা।

[আরও পড়ুন: ফের ‘টার্গেট কিলিং’ উপত্যকায়, পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু এক কাশ্মীরি পণ্ডিতের]

Advertising
Advertising

[আরও পড়ুন: মার্চের শুরুতেই রাজ্যের তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৫ ডিগ্রি! আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস]

এই অবস্থায় আরও আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ জানাচ্ছে, ক্যালিফোর্নিয়ায় আরও একটি তুষারঝড় শুরু হতে চলেছে। এর ফলে রবিবার ফের প্রবল তুষারপাতের কবলে পড়তে চলেছে সিয়েরা নাভাদা।

Advertisement
Next