shono
Advertisement
Imran Khan

ইমরানের নামে গান বাঁধাও 'অপরাধ'! পাকিস্তানের জনপ্রিয় গায়কের বিরুদ্ধে মামলা শাহবাজ সরকারের

বিয়ে বাড়িতে ইমরানের পোস্টার লাগানোয় গ্রেপ্তার ৭।
Published By: Amit Kumar DasPosted: 07:46 PM Jan 06, 2026Updated: 07:50 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গদি হারানোর আতঙ্কে তটস্থ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ! একের পর এক মামলার নাগপাশে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলবন্দি করেও স্বস্তি নেই, দেশের অন্দরে সর্বত্র তিনি দেখছেন ইমরান খান 'জুজু'। এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে গান বাঁধার অপরাধে জনপ্রিয় এক কাওয়ালি গায়কের বিরুদ্ধে মামলা দায়ের করল শাহবাজের পুলিশ। শুধু তাই নয়, বিয়ে বাড়িতে ইমরানের পোস্টার লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হল ৭ জনকে।

Advertisement

পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, পাকিস্তানের জনপ্রিয় কাওয়ালি গায়ক ফারাজ আমজাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি তিনি একটি গান বেঁধেছেন যে গানের একটি অংশে উল্লেখ করা হয়েছে 'বন্দি নম্বর ৮০৪'। এর সঙ্গে মিল রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। কারণ যে কারাগারে ইমরান বন্দি রয়েছেন সেখানে তাঁর বন্দি নম্বর ৮০৪। অভিযোগ সম্প্রতি লাহোরে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে এই গান গেয়েছিলেন আমজাদ। যার জেরেই তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা।

পুলিশের অভিযোগ, এই গান গেয়ে অভিযুক্ত একটি অরাজনৈতিক অনুষ্ঠানকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও ওই গায়কের দাবি, দর্শকদের অনুরোধে অনুষ্ঠানে এই গান গেয়েছিলেন তিনি। এতে কোনও রাজনীতির যোগ নেই। পুলিশ এই ঘটনায় গ্রেপ্তারির তৎপরতা শুরু করতেই আদালতের দ্বারস্থ হন ওই গায়ক। আদালত আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত তাঁর অগ্রিম জামিনের আর্জি মঞ্জুর করেছে।

এখানেই শেষ নয়, লাহোরের পাশাপাশি পাকিস্তানের গুজরানওয়ালা জেলায় আরেকটি ঘটনা সামনে এসেছে। যেখানে বিয়ে বাড়িতে ইমরান খানের পোস্টার লাগানোর অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহবাজের পুলিশের দাবি, অভিযুক্তরা এলাকায় সরকারের বিরুদ্ধে জনসাধারণকে উসকে দেওয়ার চেষ্টা করছিল। এলাকার শান্তি নষ্ট করার চেষ্টা করছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গদি হারানোর আতঙ্কে তটস্থ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ!
  • প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে গান বাঁধার অপরাধে জনপ্রিয় এক কাওয়ালি গায়কের বিরুদ্ধে মামলা দায়ের করল শাহবাজের পুলিশ।
  • বিয়ে বাড়িতে ইমরানের পোস্টার লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হল ৭ জনকে।
Advertisement