shono
Advertisement
Kriti Sanon Sister Wedding

স্যানন পরিবারে বাজল বিয়ের সানাই, প্রেমিকের সঙ্গে বোনের বিয়েতে যাচ্ছেন কৃতী, গন্তব্য কোথায়?

কবে বসছে বিয়ের আসর?
Published By: Arani BhattacharyaPosted: 01:05 PM Jan 08, 2026Updated: 04:03 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যানন পরিবারের বেজেছে বিয়ের সানাই। অভিনেত্রী কৃতী স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ে বলে কথা। সেই বিয়েতে যোগ দিতেই উড়ে গেলেন কৃতী স্যানন। সঙ্গে দেখা গেল তাঁর প্রেমিক কবীর বাহিয়াকে। 

Advertisement

রাজস্থানের উদয়পুরে নূপুরের বিয়ের আসর বসবে। তার জন্য স্যানন পরিবারে প্রস্তুতি তুঙ্গে। বোনের বিয়েতে মনের মানুষের সঙ্গে মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে দেখা যায় কৃতী, কবীরকে। এছাড়াও গোটা স্যানন পরিবার এদিন রওনা হয়েছেন উদয়পুরের উদ্দেশ্যে। কালো ওভারকোর্ট, লুজ ফিট জিনস, চোখে রোদচশমা পরে এদিন এয়ারপোর্ট লুকে ধরা দেন কৃতী। বিমানবন্দরে প্রবেশ করার আগে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতেও দেখা যায় তাঁকে। উল্লেখ্য সপ্তাহখানেক আগেই দীর্ঘদিনের প্রেমিক স্টেবিন বেনের সঙ্গে বাগদান সারেন নূপুর স্যানন। বিলাসবহুল প্রমোদতরীতে আয়োজন হয়েছিল সেই অনুষ্ঠানের। আংটিবদলের পর রাজস্থানের উদয়পুরে ১১ জানুয়ারি বিয়ের আসর বসার কথা নূপুর-স্টেবিনের।

 

জানা যাচ্ছে, ১১ জানুয়ারি উদয়পুরের ফেয়ারমন্ট হোটেলে বসবে তাঁদের বিয়ের আসর। ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতেই বসবে সেই বিয়ের আসর। ১৩ জানুয়ারি মুম্বইতে রিসেপশন পার্টির আয়োজন করার পরিকল্পনা রয়েছে দু'জনের। বলে রাখা ভালো সেইভাবে পরিচিতি না পেলেও দিদি কৃতীর মতোই বিনোদুনিয়ায় প্রথমে নিজের পায়ের তোলার মাটি শক্ত করতে চেয়েছিলেন নূপুর। ২০১৯ সালে জনপ্রিয় মিউজিক ভিডিও ‘ফিলহাল’-এ অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল নূপুরকে। ২০২৩ সালে কুণাল খেমুর বিপরীতে প্রথম অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে নূপুরের। কিন্তু অভিনয়ে সেভাবে সাফল্য পাননি তিনি। তবে নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘ফ্যাশন নব’-এর হাত ধরে নূপুর অন্যভাবে নিজের পরিচিতি তৈরি করেছে। ওয়েস্টার্ন থেকে এথনিক পোশাকের সম্ভারে নিজের ব্র্যান্ডকে সকলের কাছে পরিচিত করেছেন নূপুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিনেত্রী কৃতী স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ে বলে কথা।
  • সেই বিয়েতে যোগ দিতেই উড়ে গেলেন কৃতী স্যানন।
  • সঙ্গে দেখা গেল তাঁর প্রেমিক কবীর বাহিয়াকে। 
Advertisement