shono
Advertisement
Kaushik Ganguly

'ভালোলাগার কাজ করে ব্যর্থ হলেও হাল ছেড়ো না', পড়ুয়াদের 'সহজ পাঠ' কৌশিক গঙ্গোপাধ্যায়ের

Published By: Buddhadeb HalderPosted: 02:39 PM Jan 08, 2026Updated: 03:21 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ জানুয়ারি বৃহস্পতিবার জোড়াসাঁকোর পুণ্যভূমিতে অনুষ্ঠিত হল জেআইএস নিবেদিত সংবাদ প্রতিদিন আয়োজিত 'সহজ পাঠ ২০২৬' (Sahaj Path 2026)। কলকাতার প্রায় ৫০টি স্কুল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে হাজির ছিল সাড়ে তিনশোরও বেশি খুদে পড়ুয়া। ‘সহজ পাঠ’-এর তৃতীয় বর্ষের থিম ‘ফেলুদার ৬০ বছর’কে উদযাপন করতে অনুষ্ঠানের উদ্বোধন করেন পর্দার ফেলুদা অভিনেতা টোটা রায়চোধুরী (Tota Roy Chowdhury)। এদিনের অন্যতম বক্তা বিশিষ্ট চলচ্চিত্রকার ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) আগামী প্রজন্মকে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর পাঠ দিলেন।

Advertisement

তিনি শিক্ষার্থীদের নিজের জীবনের নানা টুকরো কথা শোনান। তাঁর মতে, "জীবনের খুব ছোট ছোট মুহূর্তই আমাদের খুশি হতে সাহায্য করে। খুব বড় কিছুর জন্য নয়। সামান্য একটা জংলা ফুল যা দেখে হয়তো বিভূতিভূষণ মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সৃষ্টি করেছিলেন মহৎ সাহিত্য।" বড় বাগানের দিকে না তাকিয়ে, প্রথমে সেই ছোট্ট ফুলটির দিকে তাকানোর শিক্ষা দিলেন কৌশিক (Kaushik Ganguly)।

ছবি: কৌশিক দত্ত

প্রতিদিনের একঘেয়েমিতে 'খাও রে', 'জামা কাপড় কাচো রে' এই ধরনের ছোট কাজগুলো করে যেদিন মানুষ ভিতর থেকে খুশি হতে শিখবে, সেদিনই পাওয়া যাবে জীবনের প্রকৃত পাঠ। আসলে প্রত্যেকের নিজস্ব জীবনদর্শন থাকে। আর তার ভিত তৈরি হয় শিশুর পরিবার থেকেই। তারপর স্কুল, বন্ধুবান্ধব, সমাজ প্রভৃতি। তিনি পড়ুয়াদের বলেন, চারপাশে কী হচ্ছে তার থেকেও বড় বিষয় হল আমরা নিজেরা কীভাবে ভালো থাকব। নিজের জীবন দর্শনই নিজের শিক্ষক।

ছবি: কৌশিক দত্ত

পাঠ্যপুস্তক বা সিলেবাসের মধ্যে আবদ্ধ থাকলে চলবে না। বেশি করে বই পড়তে হবে। মিশতে হবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন নিজের জীবনের টুকরো টাকরা কিছু ঘটনা। জানান নিজের শিক্ষক জীবনের কথা। প্রায় ৮ বছর তিনি স্কুলে পড়িয়েছেন। বক্তব্য রাখতে গিয়ে উদাহরণ তুলে আনেন 'ছোটদের ছবি' ও 'জ্যাকপট' ছবি দুটি থেকে। এই ছবিদুটিকে সামনে রেখে তিনি পড়ুয়াদের বলেন, সমাজে ও ব্যক্তিজীবনে চলচ্চিত্রের বিশেষ প্রভাব থাকে। বিশেষ উল্লেখ্য যে 'ছোটদের ছবি' ছবিটি শারীরিক প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে যাঁরা বেঁচে রয়েছেন, এ গল্প তাঁদের। এই ছবিতে অভিনয় করে হাওড়ার অখ্যাত দুলাল সরকার গোয়ায় অনুষ্ঠিত ভারতের ৪৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। আসলে জীবনের পাঠকেই, জীবন দর্শনকেই শিল্প-সাহিত্য-চলচ্চিত্রে প্রকাশ করা হয়। নিজের বাড়ি থেকেই শুরু হয় জীবনের এই সহজ পাঠ। আর তা পরবর্তীতে শিক্ষার্থীদের জীবনে প্রবাহিত হয় নির্দিষ্ট খাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৮ জানুয়ারি বৃহস্পতিবার জোঁড়াসাঁকোর পুণ্যভূমিতে অনুষ্ঠিত হল সংবাদ প্রতিদিন আয়োজিত 'সহজ পাঠ ২০২৬'।
  • ‘সহজ পাঠ’-এর তৃতীয় বর্ষের এই আয়োজনের অন্যতম আকর্ষণ ‘ফেলুদার ৬০ বছর’।
  • অনুষ্ঠানের মূল পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্রকার কৌশিক গঙ্গোপাধ্যায়।
Advertisement