shono
Advertisement
ChatGPT

ChatGPT-র বেছে দেওয়া লটারি টিকিটে রাতারাতি ভাগ্যবদল! ১.২৩ কোটি টাকা জিতলেন মহিলা

কীভাবে সম্ভব হল এই ঘটনা?
Published By: Amit Kumar DasPosted: 11:23 AM Sep 22, 2025Updated: 09:08 PM Sep 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিছক মজার ছলেই নিছক ভাগ্য পরীক্ষার্থে লটারি টিকিট কেটেছিলেন এক মহিলা। যদিও বিষয়টি পুরোপুরি ভাগ্যের ওপর না ছেড়ে টিকিট কাটায় সাহায্য নিয়েছিলেন সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে সাড়া ফেলে দেওয়া ChatGPT-র। আর সেই টিকিটেই কেল্লাফতে। রাত পোহাতেই কোটিপতি হয়ে গেলেন মহিলা। ChatGPT-র বেছে দেওয়া নম্বর তাঁকে পাইয়ে দিল প্রায় দেড় কোটি টাকা। তবে অদ্ভুত ভাগ্যবদল হলেও লোভের ফাঁদে পা না দিয়ে, হঠাৎ পাওয়া এই অর্থ দান করার সিদ্ধান্ত নিলেন আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা ক্যারি এডওয়ার্ড।

Advertisement

এই অদ্ভুত লটারি জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যারি বলেন, "আমি নিছক মজার ছলেই টিকিটটি কেটেছিলাম। টিকিট কাটার আগে এআই-কে বলি, "আমার জন্য ৪টে নম্বর বেছে দাও।" সেই মত চ্যাট জিপিটি ওই মহিলাকে চারটি নম্বর দেয়। অদ্ভুতভাবে সেই নম্বরই হয়ে ওঠে ৫০০০০ ডলারের নম্বর। এর সঙ্গে যেহেতু তিনি এক ডলারের 'পাওয়ার প্লে অপশন' বেছে নিয়েছিলেন, তাই সে টাকা তিন গুণ হয়ে দাঁড়ায় দেড় লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা ১.২৩ কোটি। ক্যারি বলেন, আমার ফোনে যখন জয়ের খবর জানিয়ে মেসেজ ঢোকে, আমি বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম কেউ হয়তো প্রতারণার উদ্দেশ্যে এই মেসেজ পাঠিয়েছে। পরে জানতে পারি সত্যিই এই টাকা জিতেছি। এবং সেটা সম্ভব হয়েছে চ্যাট জিপিটির বেছে দেওয়া নম্বরে।

ক্যারির কথায়, ''ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই বিপুল অর্থ পাওয়া আমার পক্ষে কোনওভাবেই সম্ভব ছিল না।'' যদিও হঠাৎ পাওয়া এই অর্থ নিজের বিলাসিতায় খরচ না করে তা বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মহিলা ঘোষণা করেছেন পুরো অর্থ তিনি তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করবেন। যার মাধ্যমে দেশের গরিব অসহায় মানুষগুলি উপকৃত হবেন। একইসঙ্গে দেশবাসীর কাছে তাঁর আবেদন সকলেই যেন তাঁর এই কাজ থেকে অনুপ্রেরণা নেন।

 বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই অত্যাধুনিক হয়ে উঠেছে যে লটারি টিকিটের 'জ্যাকপট' নম্বর মিলিয়ে দিতে পারছে? যদিও তা মানতে নারাজ ওয়াকিবহাল মহল। তাঁদের মতে, এই ঘটনা নিছক ভাগ্য ছাড়া অন্য কিছু নয়। লটারির তাৎক্ষণিকভাবে উঠে আসা বিজয়ী নম্বরের সঙ্গে প্রযুক্তির কোনও যোগ নেই। এই ঘটনা নিছক কাকতালীয়। তবে ঘটনা যাই হোক মাঝখান থেকে সাফল্যের গুড় যে ChatGPT কিছুটা হলেও খেয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিছক মজার ছলেই ভাগ্য পরীক্ষার্থে লটারি টিকিট কাটার কেটেছিলেন এক মহিলা।
  • বিষয়টি পুরোপুরি ভাগ্যের ওপর না ছেড়ে টিকিট কাটায় সাহায্য নিয়েছিলেন ChatGPT-র।
  • আর সেই টিকিটেই কেল্লাফতে।
Advertisement