shono
Advertisement

Breaking News

সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক, রণতরীর নকল ছবি পোস্ট করে ক্ষমাপ্রার্থী চিন

মুখে কালি পড়ল ড্রাগনের৷ The post সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক, রণতরীর নকল ছবি পোস্ট করে ক্ষমাপ্রার্থী চিন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:34 PM Apr 27, 2017Updated: 02:04 PM Apr 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামরিক শক্তির আস্ফালন করে নিজের অভিষ্ট সাধনের চেষ্টা বরাবরই করে এসেছে চিন৷ সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী ভাসিয়ে বুক ফুলিয়ে ভারত ও আমেরিকাকে চোখ রাঙাচ্ছিল চিন৷ ওই রণতরীর ও জঙ্গিবিমানের বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছিল চিন সরকারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে৷ এবার সেই ছবির জন্যই হাসির খোরাক হতে হল কমিউনিস্ট দেশটিকে৷ ওই ছবিগুলি জাল প্রমাণিত হওয়ায় লজ্জা রাখার জায়গা খুঁজে পাচ্ছে না বেজিং৷

Advertisement

[দারিদ্র্য দূর করে রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে পারে বিজেপিই, দাবি অমিত শাহর]

বৃহস্পতিবার, ওই নকল ছবির জন্য ক্ষমা চাইল চিনা প্রতিরক্ষা মন্ত্রক৷ রবিবার, চিনা নৌসেনার ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছবিগুলি চিনা সরকারের Weibo ও WeChat নামের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপে প্রকাশ পায়৷ তারপরই ধরা পরে ছবিগুলি জাল করা৷ এ নিয়ে তুমুল হইচই পড়ে যায় নেটদুনিয়ায়৷ নেটিজেনরা সহজেই ছবিগুলির ভুল ধরে ফেলেন৷ তাঁদের চিনা এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী বলে যা পোস্ট কেরা হয়েছে আসলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ৷ ও যে যুদ্ধবিমানগুলি দেখানো হয়েছে তা রাশিয়ার MiG-35 যুদ্ধবিমান৷

[এইসব জায়গায় প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্ক? সর্বনাশ! আজই সাবধান হোন]

বুধবার চিনের উত্তরে দালিয়ান বন্দর থেকে মহা সমারোহে ৫০ হাজার টনের নয়া রণতরী ভাসানো হয়েছিল৷ ২০১৩ সালে এই রণতরীটি নির্মাণের কাজ শুরু হয়৷ ২০২০-র মধ্যে চিনা নৌসেনার হাতে আনুষ্ঠানিকভাবে এই রণতরী তুলে দেওয়া হবে৷ তার আগে চলবে রুটিন মাফিক প্রক্রিয়া৷ চিনা সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য ফ্যান চ্যাংলং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ চিনের পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠা দিবসের মাত্র তিন দিনের মধ্য এই রণতরী উদ্বোধন করায় অনেকেই বলছেন, আন্তর্জাতিক মহলকে কড়া বার্তা দিল চিন৷

[গুজরাট উপকূলে ২৩ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাকিস্তান]

The post সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক, রণতরীর নকল ছবি পোস্ট করে ক্ষমাপ্রার্থী চিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement