কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: বাংলার জন্য বিনিয়োগ টানতে ৫ বছর পর বিদেশ গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার থেকে ১২ দিনের সফরে তিনি স্পেনে (Spain) গিয়েছেন। ফিরবেন দুবাই হয়ে। বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধে নাগাদ শিল্প বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী। স্পেনের তরফে ইনডিটেক্স গ্রুপ, জারা-সহ নানা বিদেশি ব্র্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন বৈঠকে। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী ছাড়াও রয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব, প্রধান সচিব গৌতম স্যান্যাল।
বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রী প্রথমে তাঁদের কাছে বাংলার শিল্প (Industry) পরিবেশ সম্পর্কে নানা তথ্য দেন। রাজ্যের শিল্পনীতি, এই সংক্রান্ত প্যাকেজ, ইনটেনসিভ নিয়েও বলেন। তিনি জানান, ”বাংলায় দক্ষ শ্রমিক আছে, পরিকাঠামোর অভাব নেই। আপনারা প্লিজ বাংলায় কিছু করুন, আমরা খুব খুশি হব। আপনাদের কাজ করতে যা যা প্রয়োজন, আমাদের জানালে আমরা তা তৈরি করে দেব। কোনও অসুবিধা হবে না।”
[আরও পড়ুন: বিনাশকালে বুদ্ধিনাশ! CEC বিল নিয়ে বিরোধিতার ঝড় তোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর]
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ”আমি ৭ বারের সাংসদ (MP)ছিলাম। কেন্দ্রীয় মন্ত্রীও ছিলাম। সমস্ত কারখানায় লকআউট, ধর্মঘট (Strike) – এসব তুলে দিয়েছি। এখন কোথাও কোনও ধর্মঘট, বনধ হয় না। এখানে শ্রমিকদের দক্ষতা বাড়াতে আমাদের কর্মসূচি রয়েছে। এখানে প্রচুর দক্ষ শ্রমিক রয়েছেন। বিদেশ থেকে অর্থাৎ অস্ট্রেলিয়া, কানাডা থেকেও আমাদের শ্রমিকদের নিয়ে যায় জন্য কাজের জন্য। তাঁরা এতটাই দক্ষ। তাছাড়া এখানে বিদ্যুতের কোনও সমস্যা নেই। ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পাবেন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে। আমরা চাই, বাংলায় আরও বেশি শিল্প হোক। আপনারা যদিও এখানে শিল্প গড়়তে চান, আদর্শ পরিবেশ পাবেন। আসুন, আমরা খুব খুশি হব।”
দেখুন ভিডিও: