সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের কড়া নিন্দা করেছিল কলম্বিয়া। তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছেন সেদেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তাঁকে সরাসরি হুমকি গিয়ে ট্রাম্প বলেছিলেন, “নিজেকে বাঁচাও।” এবার মার্কিন প্রেসিডেন্টকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গুস্তাভো। বলেন, “আসুন তুলে নিয়ে যান আমাকে।”
মাদক পাচার রুখতে এবং মাদকবাহী জাহাজগুলি ধ্বংস করতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ক্যারিবিয়ান অঞ্চলে সেনা মোতায়নের নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন গুস্তাভো। এখনেই শেষ নয়, সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন, কলম্বিয়ার মাদক উৎপাদন কেন্দ্র এবং পরীক্ষাগারগুলিতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি। এমনকী গুস্তাভোর উপর নিষেধাজ্ঞাও আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুস্তাভোকে সরাসরি আক্রমণ করেন ট্রাম্প। তাঁর দাবি, কলম্বিয়ার প্রেসিডেন্ট মাদক তৈরি করছেন এবং তা আমেরিকায় সরবরাহ করছেন। এই পরিস্থিতিতে সোমবার মার্কিন প্রেসিডেন্টের হুমকি উড়িয়ে পালটা চ্যালেঞ্জ করেন গুস্তাভো। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'আসুন তুলে নিয়ে যান আমাকে।'
গুস্তাভোর সঙ্গে ট্রাম্পের সংঘাত দীর্ঘদিনের। গত অক্টোবর মাসে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট, তাঁর পরিবার এবং সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। অভিযোগ করেন, তাঁদের সঙ্গে মাদক পাচার চক্রের যোগ রয়েছে। যদিও কলম্বিয়ার প্রেসিডেন্ট এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি মাদক বাজেয়াপ্ত করেছে তাঁরই সরকার। মাদক কারবারিদের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। প্রসঙ্গত, ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ট্রাম্প এবং গুস্তাভোর সংঘাত নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ভেনেজুয়েলার পর কলম্বিয়াতেও যেকোনও দিন একই ধরনের সামরিক অভিযান চালাতে পারে আমেরিকা।
