shono
Advertisement

‘বিফ বিকিনি’পরে যৌন হেনস্তার প্রতিবাদে সুন্দরী মডেলরা

৫০ কেজি গো-মাংস দিয়ে তৈরি সেই পোশাক। The post ‘বিফ বিকিনি’ পরে যৌন হেনস্তার প্রতিবাদে সুন্দরী মডেলরা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:00 PM Nov 12, 2017Updated: 05:15 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা শুধুই মাংস পিণ্ড নন। রক্ত-মাংসের শরীরের বাইরে তাঁদেরও আবেগ, অনুভূতি, ভালবাসা রয়েছে। তাই শুধুই তাঁদের ‘ভোগ্য’ ভাবা বন্ধ হোক। সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে অভিনব পোশাকে যৌন হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মডেলরা।

Advertisement

যৌন হেনস্তা ও ধর্ষণের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের মহিলারা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন চিরকাল। কেউ রাস্তায় নেমেছেন নগ্ন হয়ে তো কেউ মি টু (#MeToo) হ্যাশট্যাগের মাধ্যমে যৌন নির্যাতনের কথা তুলে ধরেছেন দুনিয়ার সামনে। কিন্তু ব্রাজিলে মিস বুমবুম প্রতিযোগিতার মঞ্চে যৌন হেনস্তার প্রতিবাদ জানাতে পোশাককেই হাতিয়ার করলেন সুন্দরী মডেলরা। গো-মাংস দিয়ে তৈরি বিকিনি পরেই মডেলরা মনে করিয়ে দিতে চাইলেন, তাঁদের শরীরটাই সব নয়। সমাজের কিছু বিকৃত-মস্তিষ্ক পুরুষদের মান ও হুঁশ ফেরানোর সময় এসেছে। ৫০ কেজি গো-মাংস দিয়ে তৈরি সেই পোশাক। যা পরে মেক-আপ নিয়ে শুট করতে আট ঘণ্টা পরিশ্রম করতে হয়েছে হট অ্যান্ড সিজলিং মডেলদের।

[OMG! বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিতে ২৫টি iPhone X উপহার যুবকের!]

Final do Miss Bumbum 2017: Em tom de protesto, convite da final tem candidatas com biquíni feitos de carne “Nos culpam por ser sexy demais. E as atrizes de Hollywood, qual a desculpa?” Em semana que teve tom de protesto sobre a violência contra a mulher em Hollywood, o concurso traz reflexão em mais um convite polêmico para a sua final. Todo ano o Miss Bumbum divulga um convite polêmico para a final do concurso e esse ano não foi diferente. Se no ano passado as meninas recriaram a Santa Ceia só de biquíni, nessa edição elas foram inspiradas na performance da cantora internacional Lady Gaga. As candidatas se vestiram com biquínis feitos de carne para compor o convite da final. “Isso é uma resposta para todos que falam que somos só um pedaço de carne”, contam. Com 50kg de carne, 8 horas de trabalho entre maquiagem, produção e fotografia, o resultado é um convite para a final da 7º edição do Miss Bumbum Brasil com tom de protesto a favor da liberdade de expressão. A final do concurso, que está em sua 7º edição, acontecerá no Noô Bar, em São Paulo, no dia 06 de novembro. As 15 meninas mais votadas no site farão um desfile de gala e uma apresentação individual. A pontuação fica por conta dos jurados, que avaliarão beleza, apresentação, simpatia e, é claro, o bumbum. Crédito: Marco Pinto | MBB7

A post shared by Miss Bumbum Brasil (@missbumbumbrasil) on


প্রতি বছরই মিস বুমবুম প্রতিযোগিতায় নিজেদের শরীর প্রদর্শনের মধ্যে দিয়ে সমাজকে বিশেষ বার্তা দেওয়ার কথাও বলা হয়। প্রতিযোগীদেরই সে বিষয়টি বেছে নিতে হয়। যেমন গতবার বিকিনির মধ্যে দিয়েই ধরা দিয়েছিল যীশু খ্রিস্টের ‘হোলি সাপার’-এর দৃশ্য। এবার ‘বিফ বিকিনি’ পরে তাক লাগালেন সুন্দরীরা। জানা গিয়েছে, ২০১০ সালে একটি সঙ্গীত পুরস্কারের অনুষ্ঠানে এমনই পোশাক পরে নজর কেড়েছিলেন পপস্টার লেডি গাগা। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি এই বিকিনি। এমন পোশাক পরলেও এখনও পর্যন্ত সে দেশে এ নিয়ে কোনও বিতর্ক তৈরি হয়নি। বরং বিচারকদের খুশি করে ‘বিফ বিকিনি’ পরিহিতা মডেলরা পৌঁছে গিয়েছেন সপ্তম মিস বুমবুম ব্রাজিলের ফাইনাল রাউন্ডে।

[মুখমেহনের সঠিক পদ্ধতি জানা নেই, ‘খদ্দের’কে গুলি যৌনকর্মীর]

The post ‘বিফ বিকিনি’ পরে যৌন হেনস্তার প্রতিবাদে সুন্দরী মডেলরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার