সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা শুধুই মাংস পিণ্ড নন। রক্ত-মাংসের শরীরের বাইরে তাঁদেরও আবেগ, অনুভূতি, ভালবাসা রয়েছে। তাই শুধুই তাঁদের ‘ভোগ্য’ ভাবা বন্ধ হোক। সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে অভিনব পোশাকে যৌন হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মডেলরা।
যৌন হেনস্তা ও ধর্ষণের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের মহিলারা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন চিরকাল। কেউ রাস্তায় নেমেছেন নগ্ন হয়ে তো কেউ মি টু (#MeToo) হ্যাশট্যাগের মাধ্যমে যৌন নির্যাতনের কথা তুলে ধরেছেন দুনিয়ার সামনে। কিন্তু ব্রাজিলে মিস বুমবুম প্রতিযোগিতার মঞ্চে যৌন হেনস্তার প্রতিবাদ জানাতে পোশাককেই হাতিয়ার করলেন সুন্দরী মডেলরা। গো-মাংস দিয়ে তৈরি বিকিনি পরেই মডেলরা মনে করিয়ে দিতে চাইলেন, তাঁদের শরীরটাই সব নয়। সমাজের কিছু বিকৃত-মস্তিষ্ক পুরুষদের মান ও হুঁশ ফেরানোর সময় এসেছে। ৫০ কেজি গো-মাংস দিয়ে তৈরি সেই পোশাক। যা পরে মেক-আপ নিয়ে শুট করতে আট ঘণ্টা পরিশ্রম করতে হয়েছে হট অ্যান্ড সিজলিং মডেলদের।
[OMG! বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিতে ২৫টি iPhone X উপহার যুবকের!]
প্রতি বছরই মিস বুমবুম প্রতিযোগিতায় নিজেদের শরীর প্রদর্শনের মধ্যে দিয়ে সমাজকে বিশেষ বার্তা দেওয়ার কথাও বলা হয়। প্রতিযোগীদেরই সে বিষয়টি বেছে নিতে হয়। যেমন গতবার বিকিনির মধ্যে দিয়েই ধরা দিয়েছিল যীশু খ্রিস্টের ‘হোলি সাপার’-এর দৃশ্য। এবার ‘বিফ বিকিনি’ পরে তাক লাগালেন সুন্দরীরা। জানা গিয়েছে, ২০১০ সালে একটি সঙ্গীত পুরস্কারের অনুষ্ঠানে এমনই পোশাক পরে নজর কেড়েছিলেন পপস্টার লেডি গাগা। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি এই বিকিনি। এমন পোশাক পরলেও এখনও পর্যন্ত সে দেশে এ নিয়ে কোনও বিতর্ক তৈরি হয়নি। বরং বিচারকদের খুশি করে ‘বিফ বিকিনি’ পরিহিতা মডেলরা পৌঁছে গিয়েছেন সপ্তম মিস বুমবুম ব্রাজিলের ফাইনাল রাউন্ডে।
[মুখমেহনের সঠিক পদ্ধতি জানা নেই, ‘খদ্দের’কে গুলি যৌনকর্মীর]
The post ‘বিফ বিকিনি’ পরে যৌন হেনস্তার প্রতিবাদে সুন্দরী মডেলরা appeared first on Sangbad Pratidin.