shono
Advertisement

সেরে উঠলেও দ্বিতীয়বার হানা দিতে পারে করোনা! কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

সেরে উঠলেও বহাল তবিয়তে ঘুরতে পারবেন কি না জেনে নিন। The post সেরে উঠলেও দ্বিতীয়বার হানা দিতে পারে করোনা! কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:59 PM Apr 26, 2020Updated: 12:59 PM Apr 26, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইমিউনিটি পাসপোর্ট’ (Immunity Passport) কথাটা এই করোনা আবহে বেশি বেশি করে শোনা গিয়েছে। করোনা জয় করে যাঁরা সেরে উঠেছেন, তাঁরাই নাকি এই ধরনের পাসপোর্টের ধারক। অর্থাৎ, তাঁরা এবার বহাল তবিয়তে ঘুরতে—ফিরতে পারবেন। কারণ করোনা দ্বিতীয়বার তাঁকে আক্রান্ত করতে পারবে না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ (WHO) স্পষ্ট জানিয়ে দিয়েছে, একবার করোনা থেকে সেরে উঠলেও দ্বিতীয়বার তাঁর ফের করোনা হতে পারে। ‘ইমিউনিটি পাসপোর্ট’-এর ধারণাটিও সর্বৈব ভুল।

Advertisement

‘এখনও পর্যন্ত এমন কোনও তথ্য পাওয়া যায়নি যাতে প্রমাণিত হয় COVID-19 থেকে সেরে ওঠা রোগীদের দেহে করোনা প্রতিরোধের অ্যান্টিবডি তৈরি হয়েছে। যার ফলে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার বিপদ থেকে তাঁরা মুক্ত।’ হু-এর বিবৃতিতে একথাই উঠে এসেছে। হু-এর আধিকারিকরা জানতে পেরেছেন, করোনাজয়ীদের কিছু কিছু সরকার ‘ইমিউনিটি পাসপোর্ট’ অথবা ‘রিস্ক-ফ্রি সার্টিফিকেট’ দেওয়ার ব্যাপারে ভাবছে। যা কিনা সেই করোনাজয়ী মানুষটির ঘোরাফেরা থেকে শুরু করে পুনরায় কাজে নিযুক্ত হওয়ার ছাড়পত্র- যে ছাড়পত্রের ভিত্তি কেবলমাত্র অনুমান নির্ভর! এবং এই অবাধ যাতায়াতে দ্বিতীয়বারের সংক্রমণ সম্ভাবনা তো থাকছেই, তাছাড়া বাকিদের সংক্রামিত হওয়ার আশঙ্কাও প্রবল। এই ধরনের সার্টিফিকেট জনস্বাস্থ্য নির্দেশিকাকে একরকমের অমান‌্য করাই, জানিয়ে দিয়েছে ‘হু’।

[আরও পড়ুন: স্প্যানিশ ফ্লুয়ের পরে করোনাকেও কুপোকাত করলেন শতায়ু বৃদ্ধা]

প্রসঙ্গত, তাড়াহুড়ো করে লকডাউন তোলা নিয়ে করোনা আক্রান্ত দেশগুলিকে আগেই সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি আরও বিপজ্জনক ইঙ্গিত দিলেন WHO প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus )। তিনি বলছেন, “কোনও ভুল করবেন না। আমাদের এখনও অনেক লড়াই করতে হবে। এই ভাইরাস আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকবে।” ঘেব্রিয়েসুসের মতে, বেশ কিছু দেশ যে সামাজিক দুরত্বের বিধি তৈরি করেছে তা কাজে আসছে। অনেক দেশেই সংক্রমণের গতি কিছুটা নিয়ন্ত্রণে। কিন্তু তা বলে সামাজিক দুরত্ব ভুলে গেলে চলবে না। তিনি বলেন, “সপ্তাহের পর সপ্তাহ বাড়িতে বসে থাকতে হচ্ছে। এতে অনেক মানুষ স্বাভাবিকভাবেই বিরক্ত। তাঁরা উপার্জনের জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন। কিন্তু এই মুহূর্তে পৃথিবী আর আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারবে না। নতুন এই পরিস্থিতিকেই স্বাভাবিক ধরে নিয়ে এগোতে হবে।”

[আরও পড়ুন: করোনা রুখতে WHO-এর ডাকে একজোট গোটা বিশ্ব, সাড়া দিল না আমেরিকা]

The post সেরে উঠলেও দ্বিতীয়বার হানা দিতে পারে করোনা! কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement