shono
Advertisement
Iran Protest

'মোল্লাতন্ত্র নিপাত যাক', খামেনেই বিরোধী বিক্ষোভে ইরানে মৃত ৩৫, জল মাপছে আমেরিকা!

ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ভারতের।
Published By: Amit Kumar DasPosted: 02:42 PM Jan 06, 2026Updated: 05:44 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোল্লাতন্ত্রের বিরুদ্ধে ইরানে বিদ্রোহের আগুন আরও ভয়াবহ আকার নিতে শুরু করেছে। আয়াতোল্লা খামেনেই-এর প্রশাসনের বিরুদ্ধে পথে নেমেছেন হাজার হাজার জনতা। স্লোগান উঠেছে, 'মোল্লাতন্ত্র নিপাত যাক।' ভয়াবহ বিদ্রোহ ঠেকাতে দাঁত-নখ বের করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড। পুলিশের গুলিতে এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১২০০ জনকে। এই ডামাডোলের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হত্যা বন্ধ না করলে, তেহরানে জোরালো আঘাত হানবে আমেরিকা। সবমিলিয়ে পরিস্থিতি অত্যন্ত গুরুতর।

Advertisement

গত এক সপ্তাহ ধরে ইরানে মোলাতন্ত্রের বিরুদ্ধে সরব সেদেশের মুক্তমনারা। রাজধানী তেহরান-সহ ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৭টি প্রদেশ পুড়ছে বিক্ষোভের আগুনে। পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ। তাঁদের একটাই দাবি, দেশে মোল্লাতন্ত্র নিপাত যাক। পতন হোক আয়াতোল্লা আলি খামেনেই সরকারের। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে আমজনতা-ইরানের সকলের মুখে একটাই স্লোগান, স্বৈরাচারীর পতন হোক। তাঁদের দাবি, শাহ বংশের হাতে আবারও ফিরে যাক ইরানের শাসন। বর্তমানে আমেরিকায় থাকা শাহ বংশের উত্তরসূরি রেজা পাহলাভিও প্রতিবাদীদের সমর্থনে বার্তা দিয়েছেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে সর্বশক্তি দিয়ে বিক্ষোভ থামানোর পথে হেঁটেছে খামেনেই প্রশাসন। আমেরিকার 'হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সির' রিপোর্ট অনুযায়ী, গত একসপ্তাহে ইরান পুলিশের হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ১২০০ জনকে। অন্যদিকে বিক্ষোভকারীদের হামলায় অন্তত ২৫০ জন পুলিশকর্মী ও ৪৫ সেনা সদস্য জখম হয়েছেন। গুরুতর এই পরিস্থিতিতে জল মাপতে শুরু করেছে আমেরিকা।

গত রবিবার রাতে মার্কিন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "গণবিক্ষোভে অংশগ্রহণকারীদের খুন করা বন্ধ না করলে তেহরানে জোরদার আঘাত করবে আমেরিকা।" ট্রাম্পের এই হুঁশিয়ারির পর কূটনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা শীঘ্রই বড়সড় কিছু ঘটতে চলেছে তেহরানে। ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের লক্ষ্য হতে পারে পাশ্চাত্যবিরোধী ও মোল্লাতন্ত্রের ধারক খামেনেই-এর পতন। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, "ইরান যদি শান্তিপূর্ণ প্রতিবাদ রুখতে হিংসার আশ্রয় নেয় সেক্ষেত্রে তাঁদের বাঁচাতে হস্তক্ষেপ করতে বাধ্য হবে আমেরিকা।"

একদিকে ইরানের আভ্যন্তরীণ বিদ্রোহ, অন্যদিকে ট্রাম্পের হুঁশিয়ারিতে সতর্ক হয়ে উঠেছে ভারত। ইরান ভ্রমণে ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের সতর্কবার্তা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ‘‘পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হচ্ছে।’’ বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে শীঘ্রই ইরানের মাটিতে বড় হামলা চালাতে পারে মার্কিন সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোল্লাতন্ত্রের বিরুদ্ধে ইরানে বিদ্রোহের আগুন আরও ভয়াবহ আকার নিতে শুরু করেছে।
  • পুলিশের গুলিতে এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১২০০ জনকে।
  • ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হত্যা বন্ধ না করলে, তেহরানে জোরালো আঘাত হানবে আমেরিকা।
Advertisement