shono
Advertisement
India-Pakistan Trade

যুদ্ধের প্রভাব পড়েনি ভারত-পাক বাণিজ্যে! উলটে বেড়েছে আমদানি, দাবি স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিসংখ্যান নিয়ে মুখ খোলেনি নয়াদিল্লি।
Published By: Kishore GhoshPosted: 05:02 PM Jul 05, 2025Updated: 05:28 PM Jul 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি থেকে পুলওয়ামা, কিংবা সম্প্রতি পহেলগাঁওয়ে ধর্ম পরিচয় জেনে পর্যটকদের হত্যা। একের পর এক সন্ত্রাসবাদী হামলার জেরে ভারত-পাকিস্তানের সম্পর্ক গত এক দশকে নিম্নমুখী। এমনকী অপারেশন সিঁদুরের পর সরাসরি সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। যদিও ভারত-পাক বাণিজ্যে এর প্রভাব পড়েনি! এমনকী অর্থমূল্যের নিরিখে বাণিজ্যের পরিমাণ আরও বেড়েছে। পরিসংখ্যান তুলে ধরে এমনই দাবি করল পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক। কেমন সেই পরিসংখ্যান?

Advertisement

পাকিস্তানের সংবাদপত্র 'ডন' একটি প্রতিবেদনে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (এসবিপি) পরিসংখ্যান তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ১১ মাসে (জুলাই, ২৪ থেকে মে, ২৫) পাকিস্তানের আমদানি করা ভারতীয় পণ্যের অর্থমূল্য ১ হাজার ৮০৮ কোটি টাকার বেশি। অপরপক্ষে একই সময়ে ভারতে আমদানি করা পাকিস্তানি পণ্যের অর্থমূল্য মাত্র ৪ কোটি ২৭ লক্ষ টাকার সামান্য বেশি।

এর আগের দুই অর্থবর্ষ, যথাক্রমে ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবর্ষেও অব্যহত ছিল দুই প্রতিবেশী দেশের বাণিজ্য। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত থেকে আমদানি করা দ্রব্যের অর্থমূল্য ছিল ১ হাজার ৭৬৯ কোটি টাকার বেশি। ২০২২-২৩ অর্থবর্ষে এর পরিমাণ ছিল ১ হাজার ৬২৪ কোটি টাকার বেশি। এই পরিসংখ্যান তুলে ধরেই ডন দাবি করেছে, বিগত কয়েক বছরে নয়াদিল্লি এবং ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্ক তলানিতে নেমে এলেও ভারত থেকে আমদানির পরিমাণ ক্রমশ বাড়িয়েছে পাকিস্তান। এর চেয়েও অবাক করা তথ্য দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান। কী সেই তথ্য?

পহেলগাঁও হত্যাকাণ্ডের পর পিওকে এবং পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত। এর পরেই উভয় দেশের মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে যায়। পাকিস্তানের ব্যাঙ্কটি দাবি করেছে, উভয় দেশের সংঘাতের সময়েও বাণিজ্য অব্যাহত ছিল। বিশেষত ভারত থেকে পাকিস্তানে পণ্য আমদানি বন্ধ হয়নি। গত মে মাসেও ভারত থেকে পাকিস্তানে ১৪৫ কোটি টাকারও বেশি পণ্য আমদানি হয়েছে। যা ছিল বিগত অর্থবর্ষের চেয়েও বেশি।

যদিও এখনও পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিসংখ্যান নিয়ে মুখ খোলেনি নয়াদিল্লি। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাকিস্তানে ভারতের রপ্তানির পরিমাণ আরও বেশি। যেহেতু দুবাই, কলম্বো, সিঙ্গাপুর হয়ে ঘুরপথে প্রচুর পণ্য পৌঁছায় পাকিস্তানে। ক'দিন আগেই এই সংক্রান্ত তথ্য সামনে এসেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের সংবাদপত্র 'ডন' একটি প্রতিবেদনে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (এসবিপি) পরিসংখ্যান তুলে ধরেছে।
  • পহেলগাঁও হত্যাকাণ্ডের পর পিওকে এবং পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত।
Advertisement