shono
Advertisement
India-US Trade Deal

ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি আটকাতে চেয়েছিলেন স্বয়ং ট্রাম্প ও তাঁর ডেপুটি? অডিওক্লিপ ঘিরে বিতর্ক

মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিয়স'-এর রিপোর্ট অনুযায়ী, অডিওক্লিপে যাঁর কণ্ঠস্বর শোনা গিয়েছে, তিনি টেক্সাসের রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ। দাবি, মিনিট দশেকের অডিওক্লিপ ২০২৫ সালের মাঝামাঝি সময়ের।
Published By: Saurav NandiPosted: 04:17 PM Jan 26, 2026Updated: 04:17 PM Jan 26, 2026

শুল্কনীতি, বিশেষত ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে দলের অন্দরেই প্রশ্নের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দল রিপাবলিকান পার্টির অনেক নেতাই বিষয়টি ভালো চোখে দেখছেন না, তা আবার স্পষ্ট হয়ে গেল প্রকাশ্যে আসা একটি অডিওক্লিপে। যেখানে ট্রাম্পের দলেরই এক নেতা ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি না হওয়ার জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর 'ডেপুটি', ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকেই দায়ী করলেন! অডিওক্লিপটির সত্যতা সংবাদ প্রতিদিন যাচাই করেনি।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিয়স'-এর রিপোর্ট অনুযায়ী, অডিওক্লিপে যাঁর কণ্ঠস্বর শোনা গিয়েছে, তিনি টেক্সাসের রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ। দাবি, মিনিট দশেকের অডিওক্লিপ ২০২৫ সালের মাঝামাঝি সময়ের। ক্রুজ এবং কয়েকজন 'ডোনার'দের মধ্যে কথোপকথনের অডিওক্লিপ সেটি। সেনেটরের দাবি, ভান্স, হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো এবং কখনও কখনও স্বয়ং ট্রাম্পই ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তির পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন।

সংবামাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অডিওক্লিপে ট্রাম্পকে নিয়ে রসিকতা করতেও শোনা গিয়েছে ক্রুজকে। দাবি, তিনি 'ডোনার' সতর্ক করে বলেছিলেন, ট্রাম্প জমানায় সরকার যে শুল্কনীতি নিয়ে চলছে, তাতে দেশের অর্থনীতিতে টান পড়বে। যার জেরে পরবর্তীকে ট্রাম্পকে ইমপিচও করা হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, অডিওক্লিপে ক্রুজ বলেছেন, তিনি এবং তাঁর কিছু সতীর্থ এ ব্যাপারে ট্রাম্পকে সতর্কও করেছিলেন। একবার দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে তাঁদের। সেখানে ট্রাম্পকে বলা হয়েছিল যে, দেশের অর্থনীতির হাল খারাপ হলে মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই বিপাকে পড়বে রিপাবলিকান পার্টি। তারা সংখ্যাগরিষ্ঠতা হারাবে এবং তেমন পরিস্থিতি তৈরি হলে প্রতি সপ্তাহেই ইমপিচ করা হবে ট্রাম্পকে। এই কথা শুনে প্রচণ্ডই রেগে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের ফোনে গালিগালাজও করেছিলেন বলেও অডিওক্লিপে ক্রুজকে বলতে শোনা গিয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement