shono
Advertisement
Venezuela

মাদুরোর অবসানের বীজ বুনেছিলেন ডেলসি? নতুন রিপোর্টে তোলপাড় ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এবং তার ভাই জর্জ রড্রিগেজ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, কাতারের কর্মকর্তাদেরও আশ্বস্ত করেন।
Published By: Anustup Roy BarmanPosted: 04:22 PM Jan 25, 2026Updated: 04:22 PM Jan 25, 2026

ভেনেজুয়েলায় মাদুরো যুগের অবসানের বীজ বুনেছিলেন মাদুরোর ডেপুটি নিজেই? এবার এমনই অন্তর্ঘাতের তত্ত্ব উঠে এসেছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ডেলসির আশ্বাসেই মাদুরোকে নিজের প্রাসাদ থেকে তুলে নিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

জানা গিয়েছে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এবং তার ভাই জর্জ রড্রিগেজ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, কাতারের কর্মকর্তাদেরও আশ্বস্ত করেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে গোপনে করা এই প্রতিশ্রুতির পরেই, ৩ জানুয়ারী কারাকাসে মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার নাটকীয় সামরিক অভিযান চালায় আমেরিকা।

মাদুরোকে অপহরণ করে নিয়ে যাওয়ার পরেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি। পাশাপাশি, ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা জর্জ। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর নভেম্বর থেকেই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গোপনে আলোচনা চালাচ্ছিলেন ডেলসি। যদিও, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়োর মনে প্রথমে ধন্দ্ব ছিল ডেলসির প্রসঙ্গে। কিন্তু পরবর্তিকালে তিনিও প্রস্তাব মেনে নেন।

মাদুরোকে উৎখাত করার পরে দেশের প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার প্রতিশ্রুতি দেন ডেলসি। কিন্তু, এরপরেও মাদুরোকে গদিচ্যূত করার কাজে সরাসরি যোগ দিতে অস্বীকার করেন তিনি।

মাদুরোর অপহরণের ঘটনার কিছুক্ষনের মধ্যেই ট্রাম্প এক সংবাদমাধ্যমকে জানান ডেলসির সাহাজ্যের কথা। যদিও, ভেনেজুয়েলার তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement