shono
Advertisement
China

আমেরিকায় পরমাণু তথ্য পাচার খোদ জিনপিংয়ের 'বন্ধু'র, ছিল মসনদ দখলের ছকও! শীর্ষ জেনারেলকে সরালেন শি

Published By: Anustup Roy BarmanPosted: 12:02 PM Jan 26, 2026Updated: 12:22 PM Jan 26, 2026

আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের মাঝেই ফের চাপে চিন। গুরুত্বপূর্ণ  সেনানায়ককে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট শি জিনপিং। অভিযোগ, আমেরিকার কাছে চিনের গুরুত্বপূর্ণ পরমাণু নথি পাচার করেছেন জেনারেল ঝাং ইউশিয়াকে। শুধু তাই নয়, জিনপিংকে ক্ষমতাচ্যুত করার ছকও নাকি কষছিলেন তিনি।  সমর বিশ্লেষকদের একাংশের মতে, অভিযুক্ত জেনারেল চিনা প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু। ফলে এই বিষয় আরও তাৎপর্যপূর্ণ।       

Advertisement

জানা গিয়েছে, ৭৫ বছর বয়সী জেনারেল ঝাং ইউশিয়াকে, চিনের সামরক সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। পিপলস লিবারেশন আর্মি বা লাল ফৌজের জেনারেলকে পদ থেকে অপসারণ করার পরেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। একসময় ঝাংকে শি জিনপিং-এর সবচেয়ে বিশ্বস্থ মিত্র হিসেবে দেখা হত। প্রেসিডেন্টের পরেই ছিল তাঁর অবস্থান।

চিনের প্রতিরক্ষা মন্ত্রক শনিবার জানিয়েছে, ঝাং-এর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে। যদিও, এই অভিযোগগুলির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের পারমাণবিক অস্ত্রের বিষয়ে সংবেদনশীল নথি পাচার করছিলেন তিনি। এই নথির মধ্যে ছিল অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য। পাশপাশি আমেরিকার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

জানা গিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের প্রাক্তন জেনারেল ম্যানেজার গু জুনের বিরুদ্ধে তদন্তের সময় এই ঘটনা ধরা পড়ে। ঝাং-এর বিরুদ্ধে দলের একতা নষ্ট করে উপদলীয় কার্যকলাপ করা এবং নিজের পদের ক্ষমতার অপব্যবহার করে টাকা তোলারও অভিযোগ রয়েছে। চিনের সামরিক ইতিহাসে এই ঘটনা প্রথমবার হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement