shono
Advertisement
Us-Iran

খামেনেই বাঙ্কারে! দায়িত্বে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার তৃতীয় পুত্র, প্রত্যাহার ইন্টারনেট-নিষেধাজ্ঞা

মার্কিন হামলা নিয়ে আশঙ্কা তৈরি হতেই নিরাপদ বাঙ্কারে চলে গিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই! এই পরিস্থিতিতে তাঁর তৃতীয় পুত্র মাসুদ খামেনেই দায়িত্ব সামলাচ্ছেন বলে দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে।
Published By: Saurav NandiPosted: 07:13 PM Jan 25, 2026Updated: 07:13 PM Jan 25, 2026

মার্কিন হামলা নিয়ে আশঙ্কা তৈরি হতেই নিরাপদ বাঙ্কারে চলে গিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই! এই পরিস্থিতিতে তাঁর তৃতীয় পুত্র মাসুদ খামেনেই দায়িত্ব সামলাচ্ছেন বলে দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে। দাবি, দায়িত্ব হাতে পেয়েই তিনি ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন। যদিও এ ব্যাপারে ইরান সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি।

Advertisement

খামেনেইয়ের বাঙ্কারে লুকোনোর দাবি নিয়েও আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেনি তেহরান। তবে শনিবার মুম্বইয়ে ইরানের কনসুল জেনারেল সৈয়দ রেজা মোজায়েব মোতলাঘ এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যুদ্ধের সম্ভাবনা তৈরি হওয়ায় এই পরিস্থিতিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে ঠিকই। তবে তিনি মোটেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়ে বাঙ্কারে লুকিয়ে নেই!

কয়েক দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, বিরাট মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে। দাভোস থেকে ফিরে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘‘ওই দিকে (পশ্চিম এশিয়ার দিকে) আমাদের অনেক যুদ্ধজাহাজ যাচ্ছে। যদি হঠাৎ করে দরকার পড়ে, তাই। আমি চাই না কিছু হোক, কিন্তু আমরা ওদের (ইরানকে) খুব নিবিড় ভাবে নজরে রেখেছি। আমাদের আর্মাডা সে দিকে যাচ্ছে। হয়তো আমাদের সেটা ব্যবহার করতে হবে না।’’

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি, ট্রাম্পের ওই মন্তব্যের পরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আয়াতোল্লাকে নিরাপদ বাঙ্কারে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন নিরাপত্তার কারণে মাটির নীচে একের পর এক সুড়ঙ্গ জুড়ে যে নিরাপদ আস্তানা তৈরি করা হয়েছে, খামেনেই সেখানেই রয়েছেন। পাশাপাশি তেহরান জানিয়ে দিয়েছে, সামান্য হামলা হলেও তাকে আর সংযম দেখিয়ে বিবেচনা করা হবে না। ইরানের এক আধিকারিকের কথায়, ‘‘ এ বার আমরা যে কোনও হামলাকে, তা সে অল্প হোক বেশি হোক, অনিয়ন্ত্রিত হোক বা সার্জিক্যাল হোক, সম্পূর্ণ যুদ্ধ হিসাবেই বিবেচনা করব। তার কঠোরতম জবাবও দেব। ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতাকে যদি আমেরিকা লঙ্ঘন করে, আমরা প্রত্যাঘাত করবই।’’

মোতলাঘও বলেছিলেন, "যে কোনও ধরনের হামলা প্রতিহত করার যে শক্তি ইরানের রয়েছে, তা আমরা আগেও দেখিয়ে দিয়েছি। কেউ যদি ইরানে হামলা চালায়, তা প্রতিহত করার জন্য ইরান পুরো প্রস্তুত। সর্বশক্তি দিয়ে আমরা তা করব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement