shono
Advertisement
Donald Trump

'এবার ওরা বন্ধু', আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তি করিয়ে ঘোষণা ট্রাম্পের

দুই রাষ্ট্রপ্রধানের করমর্দনের সময় তাঁদের হাতদু'টিকে চেপে ধরতেও দেখা গেল হাস্যমুখ মার্কিন প্রেসিডেন্টকে।
Published By: Biswadip DeyPosted: 09:35 AM Aug 09, 2025Updated: 09:35 AM Aug 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ''দীর্ঘ সময়- ৩৫ বছর। ওরা লড়ছিল। এখন ওরা বন্ধু। আর পরবর্তী দীর্ঘ সময় বন্ধুই থাকবে।'' হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তি করিয়ে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের করমর্দনের সময় তাঁদের হাতদু'টিকে চেপে ধরতেও দেখা গেল হাস্যমুখ বর্ষীয়ান নেতাকে। পরে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনায়ানও উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্পের।

Advertisement

এদিন ট্রাম্প জানিয়েছেন, দুই দেশই তাঁর কাছে কথা দিয়েছে তারা আর যুদ্ধে জড়াবে না। একে অপরের ভৌগলিক সীমানাকে সম্মান করবে। পাশাপাশি কূটনৈতিক সম্পর্কও নতুন করে শুরু করবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, দুই দেশের সঙ্গেই আলাদা চুক্তি করেছে আমেরিকা। শক্তি, বাণিজ্য থেকে প্রযুক্তি যার ভিতরে কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে- এমনই নানা বিষয়ে চুক্তি হয়েছে। তবে চুক্তি সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি।
এর আগে শুক্রবারই এক্স হ্যান্ডলে পোস্ট করে সকলকে সুখবর দেন ট্রাম্প। সোশাল মিডিয়ায় তাঁকে লিখতে দেখা যায়, ‘এই দুই দেশ (আর্মেনিয়া-আজারবাইজান) বহু বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত। যার জেরে হাজার হাজার সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বহু দেশের নেতা এই যুদ্ধ থামাতে অনেক চেষ্টা করেছেন কিন্তু কেউই এখনও সফল হননি। অবশেষে আমরা সফল হলাম, এর জন্য ‘ট্রাম্প’কে ধন্যবাদ।’

নিজেই নিজেকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি আরও লেখেন, ‘আমেরিকা এই দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করবে। যাতে দুই দেশের আর্থিক উন্নতি ঘটে ও সঠিক সুযোগ পায়। আমরা সর্বোচ্চ স্তরে দক্ষিণ ককেশাসকে ব্যবহার করতে সক্ষম হব। আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের জন্য আমি গর্বিত। ওনারা নিজেদের দেশের নাগরিকদের জন্য একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর তোষামোদকারীরা সম্প্রতি বারবারই দাবি করেছেন একাধিক দেশের মধ্যে সংঘর্ষবিরতি করিয়েছেন তিনি। এই তালিকায় রয়েছে, কঙ্গো ও রুয়ান্ডা, ইরান ও ইজরায়েল। এমনকী ভারত ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধবিরতির কৃতিত্বও নিজের ঝুলিতে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। তবে ট্রাম্পের সে দাবি খারিজ করে দিয়েছে ভারত। হামস-ইজরায়েল ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে।
  • দুই রাষ্ট্রপ্রধানের করমর্দনের সময় তাঁদের হাতদু'টিকে চেপে ধরতেও দেখা গেল হাস্যমুখ বর্ষীয়ান নেতাকে।
  • পরে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনায়ানও উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্পের।
Advertisement