shono
Advertisement
Donald Trump

তৃতীয় বিশ্বের জন্য বন্ধ আমেরিকার দরজা! হোয়াইট হাউসে হামলার পরই বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকাকে বাঁচাতে 'রিভার্স মাইগ্রেশন'ই একমাত্র পথ, জানাচ্ছেন ট্রাম্প।
Published By: Biswadip DeyPosted: 10:48 AM Nov 28, 2025Updated: 01:24 PM Nov 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন পুরোপুরি বন্ধ করে দেবে আমেরিকা। বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। বৃহস্পতিবার ভোরে হোয়াইট হাউসের বন্দুকবাজের হামলার পরই নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে এই পোস্ট করেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। স্পষ্ট জানিয়ে দেন, এমন পদক্ষেপেই মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধার করা সম্ভব হবে।

Advertisement

বৃহস্পতিবার ভোরে ‘সাদা বাড়ি’র সামনে ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে পরপর গুলি চালায় এক বন্দুকবাজ। গুলির আঘাতে গুরুতর আহত হয়েছেন ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের দুই সদস্য। ইতিমধ্যেই হামলাকারীর পরিচয় প্রকাশ্যে এসেছে। তাঁর নাম রহমানউল্লাহ লাকনওয়াল। তিনি আফগানিস্তানের নাগরিক। এই পরিপ্রেক্ষিতে ট্রাম্প লিখেছেন, 'আমি মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। 'ঘুমন্ত' জো বাইডেনের অটোপেন স্বাক্ষরিত লক্ষ লক্ষ অবৈধ প্রবেশাধিকার বাতিল করব। যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের 'মূল সম্পদ' নন, অথবা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম, তাঁদের সকলকে অপসারিত করব। আমাদের দেশের অভিবাসীদের জন্য সমস্ত ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করে দেব। অভ্যন্তরীণ শান্তি নষ্টকারী অভিবাসীদের ধরব এবং যে কোনও বিদেশি নাগরিককেই নির্বাসিত করব যাঁরা জনসাধারণ হিসেবে বোঝা, নিরাপত্তার জন্য ঝুঁকি অথবা পশ্চিমি সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নন।'

আমেরিকাকে বাঁচাতে 'রিভার্স মাইগ্রেশন'ই একমাত্র পথ, জানাচ্ছেন ট্রাম্প। তাঁর মতে, এই পদক্ষেপে অবৈধ এবং সমস্যা উদ্রেককারী জনসংখ্যার একটি বড় হ্রাস অর্জনের লক্ষ্যে পৌঁছনো যাবে।

দ্বিতীয়বার মার্কিন মুলুকের মসনদে বসার পর থেকেই অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলে দলে অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছেন তিনি। এরপরে তাঁর নজর ঘুরেছে বৈধ অভিবাসন কমানোর দিকে। যা নিয়ে বিতর্ক চলছেই। কিন্তু এবার তিনি জানিয়ে দিলেন, এবার গোটা তৃতীয় বিশ্বের দরজাই বন্ধ হতে চলেছে আমেরিকার জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন পুরোপুরি বন্ধ করে দেবে আমেরিকা।
  • বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
  • বৃহস্পতিবার ভোরে হোয়াইট হাউসের বন্দুকবাজের হামলার পরই নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে এই পোস্ট করেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা।
Advertisement