সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে ট্রাম্প-বাইডেন দ্বন্দ্ব। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সই করা প্রায় সব নির্দেশ এবং নথি বাতিল করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্পের দাবি বেশিরভাগ নথি স্বয়ংক্রিয় পেন ব্যবহার করে করা। এতে বাইডেনের কোনও হাত নেই। এই আক্রমণের মাধ্যমে সরাসরি বাইডেন পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প।
শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, জো বাইডেন যে নথি সরাসরি নিজে সই করেননি এমন সব নির্দেশ এবং নথি তিনি বাতিল করছেন। নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে একটি লম্বা পোস্টে তাঁর অভিযোগ, ৯২ শতাংশ নথিতে বাইডেনের সই করা হ্যেছে স্বয়ংক্রিয় পেনের সাহায্যে। এর সম্পর্কে বাইডেনের কোনও ধারণা নেই। তাঁর দাবি, বাইডেন নিজে অনুমদন না দিয়ে থাকলে এই কাজ অসাংবিধানিক। তিনি লিখেছেন, কেউ যদি দাবি করে যে বাইডেন এই সব স্বাক্ষর অনুমোদন করেছেন, সেক্ষেত্রে তাঁকেও তদন্তের আওতায় আনা হবে। যদিও ট্রাম্প তাঁর দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি।
এর আগের স্বয়ংক্রিয় পেনের ব্যবহার নিয়ে বাইডেনকে তুলধোনা করেছেন ট্রাম্প। বছরের শুরুতেই হোয়াইট হাউসের বাইড়ে প্রাক্তন কমান্ডার ইন চিফদের ছবি লাগিয়েছিলেন ট্রাম্প। সেখানে বাইডেনের ছবির জায়গায় স্বয়ংক্রিয় পেনের ছবি দেন তিনি। এসবের মধ্য দিয়ে তাঁর দাবি বাইডেন জমানায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বাইডেনের মতামত গ্রাহ্য হতো না।
ট্রাম্পের দাবি, বাইডেনের জমানায় আধিকারিকরা তাঁর অনুমতি ছাড়াই স্বয়ংক্রিয় পেনের সাহায্যে বহু নথি সই করিয়েছে। এর পাশাপাশি বাইডেন জমানায় যেসব অপরাধীদের ক্ষমা প্রদর্শন করা হয়েছে সেগুলিকে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বাইডেন আমলে প্রেসিডেন্টের চেলে হান্টার এবং ভাই জেমসকে ক্ষমা প্রদর্শন করা হয়। অর্থাৎ বাইডেনের এই সিদ্ধান্ত যদি বদলে দিতে পারেন ট্রাম্প তাহলে ফের বাইডেন পরিবারকে সরাসরি বিচারের আওতায় টেনে আনতে পারবেন ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তগুলি বদলাতে পারবেন না। আইন বিশেষজ্ঞদের দাবি এর আগে বহু প্রেসিডেন্ট স্বয়ংক্রিয় পেন ব্যবহার করেছেন স্বাক্ষর করার ক্ষেত্রে। ফেডারেল আইনে এই ব্যবহার বৈধ। যদিও, ট্রাম্প বারবার এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছেন।
