shono
Advertisement
Donald Trump

আমেরিকায় মহিলাকে গুলি করে খুন অভিবাসন কর্তার! অভিযুক্তের পক্ষ নিয়ে কী বললেন ট্রাম্প?

বুধবার মিনিয়েপলিসে ঘটনাটি ঘটেছে।
Published By: Subhodeep MullickPosted: 02:43 PM Jan 09, 2026Updated: 03:35 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার আমেরিকার মিনিয়েপলিসে এক মহিলাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে অভিবাসন কর্তার বিরুদ্ধে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

Advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “এই ঘটনার জন্য দায়ী ওই মহিলাই। তিনি ভয়াবহ আচরণ করেছিলেন। ওই আধিকারিককে তিনি গাড়ি চাপা দিতে চেয়েছিলেন। আত্মরক্ষার জন্যই আধিকারিক গুলি চালিয়েছেন।” এরপরই তিনি ঘটনার একটি ফুটেজ দেখান। পাশাপাশি, ঘটনাটিকে ‘হিংসাত্মক’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। ভিডিওটি শেষ হতেই ট্রাম্প বলেন, “এটি ভয়াবহ একটি দৃশ্য। ভয়ংকর।” মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সমাজমাধ্যমে লেখেন, ‘ওই মহিলা অত্যন্ত বিশৃঙ্খল ছিলেন। অভিবাসন কর্তার কাজে বাধা দেন। তিনি ইচ্ছাকৃতভাবে তাঁকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেন।’ ট্রাম্পের দাবি, বামপন্থীরা ধারাবাহিকভাবে দেশজুড়ে অভিবাসন আধিকারিক এবং পুলিশকর্মীদের উপর হামলা চালাচ্ছেন। তাঁদের হুমকি দিচ্ছেন। এদিকে অভিবাসন আধিকারিকরা আমেরিকাকে নিরাপদ রাখার চেষ্টা করছেন। আমাদের উচিত তাঁদের রক্ষা করা।

বুধবার মিনিয়েপলিসে জেনি নামে ওই মহিলাকে গুলি করে খুন করা হয়। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।  সেখানে দেখা যাচ্ছে, মাঝরাস্তায় একটি চারচাকা গাড়িকে দাঁড় করান অভিবাসন কর্তারা। চালক ওই মহিলাকে গাড়ি থেকে নামার নির্দেশ দেন। কিন্তু উলটে তিনি গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। তখনই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালান এক অভিবাসন কর্তা। তাতেই মৃত্যু হয় মহিলার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার আমেরিকার মিনিয়েপলিসে এক মহিলাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে অভিবাসন কর্তার বিরুদ্ধে।
  • গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে।
  • এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Advertisement