সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোশাল মিডিয়া তিনি জানালেন, বন্ধু হলেও ভারতের উপর শুল্ক চাপানো হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই নতুন শুল্কহার। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, ভারত তো রাশিয়া থেকে প্রচুর তেল এবং অস্ত্র কেনে। সেকারণেই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হল।
বুধবার ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, 'মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্ক হার খুব বেশি। তাছাড়াও, ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই রাশিয়া থেকে কেনা। রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চিন। বিশেষত সেই সময়ে, যখন সকলে বলছি রাশিয়ার উচিৎ ইউক্রেনে গণহত্যা বন্ধ হোক। তাই ভারত এবার ২৫ শতাংশ শুল্ক দেবে। আলাদা করে রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার শাস্তিও পেতে হবে ভারতকে। ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হবে।'
উল্লেখ্য, বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল ১ আগস্ট। তবে নানা জটিলতায় আটকে এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি ভারতের। এই পরিস্থিতিতে ভারতের উপর শুল্ক চাপানো হবে কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট জানান, “হ্যাঁ এমনটা হতে পারে।” একইসঙ্গে ট্রাম্প জানান, “ভারত আমাদের ভালো বন্ধু দেশ। তবে যে কোনও দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে। এটা চলতে পারে না। ভারতের উপর বেশি পরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা।”
হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের উপর শুল্কবোমা ছুড়লেন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে জানিয়ে দিলেন, রাশিয়া থেকে কমদামি তেল কেনার 'সাজা' হিসাবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক গুণতে হচ্ছে। শোনা যাচ্ছিল, বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে আগামী ২৫ আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। সম্প্রতি ওয়াশিংটন সফরেও গিয়েছিলেন দিল্লির দূতেরা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছিলেন, “ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত।” কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পর কি আদৌ ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করবে আমেরিকা?
