shono
Advertisement

‘সেকেন্ড হোম’ ফ্লোরিডা থেকেই নির্বাচনের প্রচার শুরু ট্রাম্পের

প্রচারের শুরুতেই অনুপ্রবেশ ইস্যুতে সরব মার্কিন প্রেসিডেন্ট৷ The post ‘সেকেন্ড হোম’ ফ্লোরিডা থেকেই নির্বাচনের প্রচার শুরু ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:27 PM Jun 19, 2019Updated: 04:27 PM Jun 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প৷ দ্বিতীয়বারের জন্য এই পদে বসতে বদ্ধপরিকর আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, মঙ্গলবার ফ্লোরিডার অরল্যান্ডোর র‌্যালিতে অংশগ্রহণ করেন৷ কয়েক হাজার সমর্থকের সামনে ফ্লোরিডাকে নিজের ‘সেকেন্ড হোম’ বলে দাবি করেন তিনি৷ এবং ডেমোক্র্যাটদের তুলোধনা করেন৷

Advertisement

[ আরও পড়ুন: ৮ বছরেই জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে যাবে ভারত, রিপোর্ট রাষ্ট্রসংঘের ]

এদিন মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, ‘‘ডেমোক্র্যাটরা আমেরিকায় বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। দেশকে টুকরো টুকরো করে ভাঙার চেষ্টা করছে৷ আমেরিকাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে৷ আমরা আমেরিকাকে আবারও শীর্ষে পৌঁছে দেব৷’’ নিজ প্রশাসনের প্রশংসা করে তিনি আরও জানান, “যতদিন পর্যন্ত আপনারা আমাদের দলকে (রিপাবলিকান) সমর্থন করছেন, ততদিন আমাদের অনেকদূর যাওয়ার সম্ভাবনা রয়েছে।” গত প্রেসিডেন্ট নির্বাচনেও অনুপ্রবেশ রোখার আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প৷ এবার প্রচারপর্বের শুরুতেও তিনি একই আশ্বাস দেন৷ সাফ জানান, অবৈধভাবে যারা আমেরিকায় বসবাস করছে, তাঁদের দেশছাড়া করা হবে৷ দাবি করেন, ‘‘ডেমোক্র্যাটরা অনুপ্রবেশকারীদের সমর্থন করছে৷ তাঁদের একটা ভোট দেওয়া মানে উগ্র সমাজপন্থাকে সমর্থন করা৷ এবং আমেরিকার উন্নয়নের রাস্তা প্রতিহত করা৷’’

[ আরও পড়ুন: শরণার্থী হঠাও অভিযান ঘোষণা ট্রাম্পের, আতঙ্কে কয়েক লক্ষ মানুষ ]

প্রসঙ্গত, ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনে চমকপ্রদ লড়াই দেখা গিয়েছিল ফ্লোরিডায়৷ ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে জোর টক্কর হয়েছিল আমেরিকার এই প্রদেশে৷ অল্প ভোটের ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প৷ ৩০৬টি ইলেক্টরাল ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন৷ এবারও ফ্লোরিডায় সেই একই ধরনের টক্কর দেখা যাবে বলে জল্পনা মার্কিনমুলুকে৷ কয়েকটি মার্কিন সংবাদ সংস্থার সমীক্ষায়, জনপ্রিয়তার নিরিখে অনেকের চেয়ে পিছিয়ে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে৷ তবে এই সমীক্ষাকে গ্রাহ্য করতে নারাজ ট্রাম্প অনুগামীরা৷

The post ‘সেকেন্ড হোম’ ফ্লোরিডা থেকেই নির্বাচনের প্রচার শুরু ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement