shono
Advertisement

Breaking News

Donald Trump

ক্রমাগত বাড়ছে খাদ্যপণ্যের দাম! অসন্তোষ সামলাতে গোমাংস-কফিতে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

মার্কিন মুলুকে অসন্তোষ বাড়ছে মানুষের মনে।
Published By: Anustup Roy BarmanPosted: 10:58 AM Nov 15, 2025Updated: 01:28 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্ক যুদ্ধের ফল যে ভালো হচ্ছে না, তা বিলক্ষণ বুঝতে পারছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আমেরিকায় ক্রমাগত বাড়ছে খাদ্যপণ্যের দাম। অসন্তোষ বাড়ছে মানুষের মনে। অবস্থা সামাল দিতে নতুন নির্দেশে সই করলেন প্রেসিডেন্ট। শুল্ক প্রত্যাহার করলেন নির্দিষ্ট কিছু জিনিসের উপর।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গরুর মাংস, কফি এবং আম-কলার মতো বিশেষ কিছু ফল-সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, এই সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ তৈরি হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে। ক্রমাগত বাড়তে থাকা অভিযোগ সামলাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি, ট্রাম্পের নতুন নির্দেশে, চা, ফলের রস, কোকো, মশলা, কলা, কমলালেবু, টমেটো এবং কিছু সারের উপর থেকে শুল্ক কমানো হয়েছে। এর মধ্যে বহু পণ্য আমেরিকায় উৎপাদন হয় না। এগুলি বিদেশ থেকে আমদানি করতে হয়।

রাজনৈতিক মহলের ধারণা, শুধুমাত্র মূল্যবৃদ্ধি নয় এর পিছনে রয়েছে অন্য রাজনৈতিক কারণ। সাম্প্রতিক কিছু নির্বাচনে ডেমক্র্যাটদের জয়ে ট্রাম্পের বিশ্বাসের ভিত নড়ে গিয়েছে। ভার্জিনিয়া এবং নিউ জার্সির ভোটারদের কাছে অর্থনৈতিক সমস্যা সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে। এই ইঙ্গিত ট্রাম্প উপেক্ষা করতে পারেননি বলেই রাজনৈতিক মহলের ধারণা।

এপ্রিল মাসে, ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেন। ট্রাম্প প্রশাসনের দাবি এই শুল্ক মূল্যবৃদ্ধির উপরে প্রভাব ফেলে না। যদিও নির্বাচনের ফলাফল অন্য কথা বলেছে। বিশেষ করে গো-মাংসের বাড়তে থাকা দাম আমেরিকার রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, গো-মাংসের প্রধান রপ্তানিকারক ব্রাজিলের উপর শুল্ক আরোপকে আংশিকভাবে এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছে সাধারণ মানুষ।

ইকুয়েডর, গুয়াতেমালা, এল সালভাদর এবং আর্জেন্টিনার সঙ্গে সম্প্রতি বাণিজ্যচুক্তি হয়েছে আমেরিকার। এরপরেই ট্রাম্পের এই নির্দেশ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমেরিকায় ক্রমাগত বাড়ছে খাদ্যপণ্যের দাম।
  • অসন্তোষ বাড়ছে মানুষের মনে।
  • সামাল দিতে নতুন নির্দেশে সই করলেন প্রেসিডেন্ট।
Advertisement