shono
Advertisement
Donald Trump

বাজারে ধস নামতেই উধাও আস্ফালন, কানাডা-মেক্সিকোর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডা-মেক্সিকোর উপর চড়া শুল্ক কার্যকর হতেই ধস নামল আমেরিকার বাজারে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:24 AM Mar 07, 2025Updated: 09:57 AM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশী দেশগুলির উপর চড়া শুল্ক চাপানোর সিদ্ধান্ত ব্যুমেরাং হল। কানাডা-মেক্সিকোর উপর চড়া শুল্ক কার্যকর হতেই ধস নামল আমেরিকার বাজারে। বাধ্য হয়ে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি জানালেন, দুই দেশের উপর চড়া হারে শুল্ক চাপানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প সাদা বাড়ির দখল নেওয়ার পরই মার্কিন বাণিজ্যনীতিতে বিরাট রদবদল এনেছেন। স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, যে দেশ আমেরিকার উপর শুল্ক চাপায়, তাদের উপর পালটা শুল্ক চাপাবে আমেরিকাও এবং এই শুল্ক ৩৫ শতাংশ পর্যন্তও হতে পারে বলে জানিয়ে দেন ট্রাম্প। সেইমতো কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। । মঙ্গলবার থেকেই কার্যকর হয় এই নয়া শুল্ক হার। আমেরিকার এই নিয়ম কার্যকর হওয়ার দিনেই অবশ্য মার্কিন পণ্যের উপর পালটা শুল্ক চাপিয়েছিল কানাডা। চড়া শুল্ক চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল মেক্সিকোও।

এহেন পরিস্থিতিতে ট্রাম্পের সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়ে মার্কিন স্টক মার্কেটে। সবচেয়ে বেশি লোকসানের শিকার হয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলি। তার জেরে তড়িঘড়ি তিনটি গাড়ি কোম্পানির সঙ্গে আলোচনায় বসে ওয়াশিংটন। স্টেলান্টিস, ফোর্ড এবং জেনারেল মোটরসের সঙ্গে আলোচনার পরে ট্রাম্প ঘোষণা করেন, কানাডা-মেক্সিকোর উপর শুল্ক আপাতত স্থগিত। আগামী ২ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। ট্রাম্পের মতে, গাড়ি ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। যদিও শেয়ার বাজারে ধস নামার বিষয়টি স্বীকার করেননি মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত করার পরে একই পথে হেঁটেছে কানাডা। সেদেশের অর্থমন্ত্রী ডমিনিক লে ব্লাঁ জানান, আগামী ২ এপ্রিল পর্যন্ত মার্কিন পণ্যে বাড়তি শুল্ক চাপানো হবে না। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তেও ঘুরে দাঁড়াতে পারেনি মার্কিন বাজার। বৃহস্পতিবারও বড়সড় পতন হয়েছে শেয়ারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডোনাল্ড ট্রাম্প সাদা বাড়ির দখল নেওয়ার পরই মার্কিন বাণিজ্যনীতিতে বিরাট রদবদল এনেছেন।
  • ট্রাম্পের সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়ে মার্কিন স্টক মার্কেটে। সবচেয়ে বেশি লোকসানের শিকার হয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলি।
  • ট্রাম্প শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত করার পরে একই পথে হেঁটেছে কানাডা।
Advertisement