shono
Advertisement
Donald Trump

'ভারতের সঙ্গে চুক্তি প্রায় করে ফেলেছি', শুল্কবাণ চাপাতে গিয়ে ঘোষণা ট্রাম্পের, কবে সুরাহা নয়াদিল্লির?

বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে আমেরিকা।
Published By: Anwesha AdhikaryPosted: 09:11 AM Jul 08, 2025Updated: 09:11 AM Jul 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, বেটার লেট দ্যান নেভার। তাই দেরি করে হলেও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণ থেকে মুক্তি পেতে পারে ভারত। সোমবার একাধিক দেশের উপর শুল্ক চাপানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই ঘোষণার মধ্যেই তিনি জানান, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করার খুব কাছে পৌঁছে গিয়েছে আমেরিকা। ফলে ট্রাম্পের অতিরিক্ত করের বোঝা ভারতের উপর চাপবে না বলেই ইঙ্গিত মিলেছে।

Advertisement

সোমবারই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ব্রিকসের সঙ্গে যেসমস্ত দেশ জড়িয়ে থাকবে তাদের উপর ১০ শতাংশ অতিরিক্ত কর চাপানো হবে। ব্রিকসকে ‘আমেরিকাবিরোধী’ বলেও তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া, চিন, ব্রাজিলের পাশাপাশি ভারতও এই ‘ব্রিকস’-এর সদস্য। তবে সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সেরেছে চিন। তাই বেজিংয়ের উপর ট্রাম্পের শুল্কবাণের খাঁড়া পড়বে না। কিন্তু এশিয়ার আরও দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে আমেরিকা। সোমবার এই কথা জানিয়ে দেওয়া হয়েছে এই দেশগুলিকে।

শুল্কের ঘোষণা করতে গিয়েই মার্কিন প্রেসিডেন্ট বলেন, "ব্রিটেন, চিনের সঙ্গে আমরা চুক্তি করে ফেলেছি। ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত। অন্যদের সঙ্গেও আমরা আলোচনা করেছি, তবে তাদের সঙ্গে চুক্তি করাটা সম্ভব নয়। তাই তাদের চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি কতখানি শুল্ক চাপানো হবে। ন্যায্য কারণ থাকলে অবশ্যই আমরা এই দেশগুলির শুল্কের হার নিয়ে বিবেচনা করব।" ট্রাম্পের আশ্বাস, অনৈতিকভাবে কোনও দেশের উপর কর চাপানো হবে না।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের ঘোষণা করেন। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। মার্কিন পারস্পরিক শুল্ক নীতির জেরে চাপ বাড়ে নয়াদিল্লির। যদিও আলোচনায় সমাধান খোঁজার পথে হেঁটে সেই নীতির উপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। যার মেয়াদ শেষ হচ্ছে আজই। তবে এখনও ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যে কি জট কেটে বাণিজ্যচুক্তি হবে দুই দেশের?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবারই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ব্রিকসের সঙ্গে যেসমস্ত দেশ জড়িয়ে থাকবে তাদের উপর ১০ শতাংশ অতিরিক্ত কর চাপানো হবে।
  • ট্রাম্পের আশ্বাস, অনৈতিকভাবে কোনও দেশের উপর কর চাপানো হবে না।
  • ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের ঘোষণা করেন।
Advertisement