shono
Advertisement
Donald Trump

ভেনেজুয়েলায় বড় হামলার প্রস্তুতি? স্নায়ুযুদ্ধের মাঝেই আকাশসীমা বন্ধের নির্দেশ ট্রাম্পের

বরাবরই ট্রাম্পের চক্ষুশূল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর।
Published By: Amit Kumar DasPosted: 10:21 PM Nov 29, 2025Updated: 10:21 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুমকি, হুঁশিয়ারির পর এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালাতে চলেছে আমেরিকা! শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা সেই জল্পনার আগুন আরও খানিকটা উসকে দিল। ভেনেজুয়েলা ও তার আশেপাশের অঞ্চলের আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। শনিবার সোশাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট। এরপরই জল্পনা চরম শুরু হয়েছে, তবে কি ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামছে আমেরিকা?

Advertisement

আকাশসীমা বন্ধের নির্দেশ দিয়ে সোশাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, 'সমস্ত এয়ারলাইন্স, পাইলট, মাদক পাচারকারী ও মানব পাচারকারীদের উদ্দেশে এই বার্তা। দয়া করে ভেনেজুয়েলা এবং তার আশেপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার বিষয়টি মাথায় রাখবেন।' ট্রাম্পের বিবৃতিতে স্পষ্ট, যে তিনি চান না ভেনেজুয়েলার আকাশে কোনওরকম বিমান চলাচল করুক। তবে মার্কিন প্রেসিডেন্টের এহেন হুঁশিয়ারির পর ভেনেজুয়েলার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। ফলে অনুমান করা হচ্ছে, ভেনেজুয়েলার উপর চাপ বাড়াতেই এই কৌশল অবলম্বন করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর। দীর্ঘ দিন ধরে সামরিক উত্তেজনা চলছে দুই দেশের। ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করেছেন আমেরিকা। বর্তমানে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন সেখানে মোতায়েন রয়েছে, যেখানে রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ সেনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন তাঁর সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে আমেরিকা। ট্রাম্পের দিকে আঙুল তুলে তাঁর অভিযোগ, “মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে আমেরিকা।” পালটা মাদুরোকে মাদক পাচারকারী বলে তোপ দেগে তাঁর গ্রেপ্তারিতে জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প সরকার। তাঁর সরকারকেও অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এহেন ডামাডোলের মাঝেই মাদক কারবারের অভিযোগ তুলে ভেনেজুয়েলার নৌকায় হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনা। অসংখ্য হামলায় ইতিমধ্যেই ৮৩ জনের মৃত্যু হয়েছে। মাদক পাচারের সন্দেহে যেসব জাহাজ ও নৌকায় মার্কিন সেনারা হামলা চালিয়েছে, সেগুলি যে মাদকবাহী ছিল-এর কোনও প্রমাণ পাওয়া যায়নি। যার জেরে মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। তবে সে সব বিশেষ গুরুত্ব দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। গত শুক্রবার তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন মাদকের কারবার রুখতে স্থলপথে ভেনেজুয়েলায় অভিযান চালানো হবে। এবার দেশটির আকাশসীমা বন্ধের ঘোষণা করলেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হুমকি, হুঁশিয়ারির পর এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালাতে চলেছে আমেরিকা!
  • শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা সেই জল্পনার আগুন আরও খানিকটা উসকে দিল।
  • ভেনেজুয়েলা ও তার আশেপাশের অঞ্চলের আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
Advertisement