সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। সোমবার ডবল হেডারে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল জেএইচআর রয়্যাল সিটি ও বর্ধমান ব্লাস্টার্স। অন্য ম্যাচে সুন্দরবন বেঙ্গল অটো এফসি ও হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। সেখানে প্রথম ম্যাচে রবি হাঁসদা ও জোটার গোলে ৩-০ গোলে জিতল রয়্যাল সিটি। অন্যদিকে মেহতাব হোসেনের প্রশিক্ষণে সুন্দরবন জিতল ২-১ গোলে।
সৈয়দ রমনের প্রশিক্ষণে এর আগে রয়্যাল সিটি দু'টি ম্যাচ জিতেছিল, একটি হার। বর্ধমানের বিরুদ্ধে অবশ্য দাপটের সঙ্গেই শুরু করলেন রবি হাঁসদারা। অন্যদিকে সন্দীপ নন্দীর কোচিংয়ে এখনও জয়ের মুখ দেখেনি বর্ধমান। এদিনও তাদের কপাল ফিরল না। ৮ মিনিটের মাথায় রয়্যাল সিটির হয়ে গোল করেন রবি। যা বিএসএলে তাঁর চতুর্থ গোল। এরপর অনায়াসে আরও ব্যবধান বাড়াতে পারত রয়্যাল সিটি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ব্যবধান বাড়ান জোটা। মাঝমাঠ থেকে থ্রু বল ধরে গোল করে যান তিনি। দু'মিনিট পর যেন একই ধরনের গোল। এবারও মাঝমাঠের অ্যাসিস্ট থেকে গোল করেন জোটা। যার ফলে লিগ টেবিলে শীর্ষে উঠে এল রয়্যাল সিটি। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৯।
অন্যদিকে মেহতাবের দল সুন্দরবন বেঙ্গল সুপার লিগে এখনও পর্যন্ত অপরাজিত। কামব্যাক করাটা যেন তারা অভ্যাসে পরিণত করছে। ২০ মিনিটের মাথায় জোসে র্যামিরেজ ব্যারেটোর দল হাওড়া হুগলিকে এগিয়ে দিয়েছিলেন জিয়াবুল। তবে ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুন্দরবনকে লড়াইয়ে ফেরান নবাব। দ্বিতীয় গোলটি এল ৩৭ মিনিটে। এবার জালে বল জড়ালেন কোয়াসি। সুন্দরবনের পয়েন্ট ৩ ম্যাচে ৯। তবে গোল পার্থক্যে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে তারা। অন্যদিকে এই ম্যাচেই প্রথম হারলেন সাহিল হরিজনরা। হাওড়া হুগলি আছে চতুর্থ স্থানে।
