shono
Advertisement
Donald Trump

'ইউক্রেনের মৃত্যুমিছিলে কিছু এসে যায় না রুশ 'বন্ধু' ভারতের', আরও চড়া শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

আর কী বললেন ট্রাম্প?
Published By: Subhodeep MullickPosted: 09:44 PM Aug 04, 2025Updated: 10:19 PM Aug 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত রাশিয়া থেকে যে শুধু তেল কিনছে সেটাই নয়। বরং মুনাফার জন্য তা খোলা বাজারে বিক্রিও করছে। এখানই শেষ নয়। ইউক্রেনের মৃত্যুমিছিলে আদও রুশ 'বন্ধু' ভারতের কিছু এসে যায় না। তাই নয়াদিল্লির উপর শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। সোমবার ভারতকে এমনই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

ট্রাম্প তাঁর সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লেখেন, 'ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে। সেই তেলের বেশিরভাগই তারা খোলা বাজারে বিক্রি করে মুনাফা কামাচ্ছে। রাশিয়ার লাগাতার হামলার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউক্রেন। ইউক্রেনের মৃত্যুমিছিলে আদও রুশ 'বন্ধু' ভারতের কিছু এসে যায় না। এই কারণেই আমেরিকা ভারতের উপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে।'

ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে এখনও কোনও আশার আলো দেখা যায়নি। এই পরিস্থিতিতে গত বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি সাফ জানান, ভারতের বন্ধু হলেও তাদের উপর শুল্ক চাপানো হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই নতুন শুল্কহার। পাশাপাশি, তিনি আরও জানান, ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল এবং অস্ত্র কেনে। সেকারণেই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement