সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আমজনতার 'মসিহা' হয়ে উঠতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, বিত্তবানদের বাদ দিয়ে আমেরিকার প্রত্যেক নাগরিককে ২ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা ১ লক্ষ ৭৭ হাজার টাকা। বিভিন্ন দেশের উপর শুল্ক চাপিয়ে মার্কিন প্রশাসন যে অর্থ পাবে, সেই অর্থই আমজনতার হাতে তুলে দেওয়া হবে। নিজের সোশাল মিডিয়াতেই একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে শুল্কযুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। আমেরিকায় পণ্য রপ্তানিকারী সমস্ত দেশের উপর যথেচ্ছ শুল্ক চাপিয়েছেন। এমনকি 'বন্ধু' ভারতের উপরেও ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। তার জেরে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন ভারতের বস্ত্র এবং অন্যান্য রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। শুধু তাই নয়, আমেরিকার অন্দরেও ট্রাম্পের শুল্কনীতি নিয়ে বিরোধিতা শুরু হয়েছে। ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে আদালতে দায়ের হয়েছে মামলাও। মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কনীতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এহেন পরিস্থিতিতেই বড়সড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, 'যারা শুল্কনীতির বিরোধিতা করে তারা বোকা। আমরা এখন বিশ্বের ধনীতম এবং সবচেয়ে সম্মানীয় দেশ। আমাদের দেশে মুদ্রাস্ফীতির সমস্যা নেই। স্টক মার্কেটের দরে রেকর্ড হয়েছে। আমাদের যে বিরাট ঋণের বোঝা সেটাও শোধ করতে শুরু করব খুব তাড়াতাড়ি। আমেরিকায় রেকর্ড বিনিয়োগ হচ্ছে, সর্বত্র কারখানা তৈরি হচ্ছে।'
সোশাল মিডিয়াতেই ট্রাম্প জানিয়েছেন, আমেরিকায় যে শিল্প এবং ব্যবসা বাড়ছে তার নেপথ্যে রয়েছে তাঁরই শুল্কনীতি। তাই বিভিন্ন দেশের উপর চাপানো শুল্ক থেকে যা আয় হবে সেটা বিলিয়ে দেওয়া হবে আমেরিকার আমজনতার মধ্যে। সেই সঙ্গে ট্রাম্পের সাফ কথা, অন্য দেশগুলি আমেরিকার উপর শুল্ক চাপালে তিনি কেন পালটা শুল্ক চাপাতে পারবেন না? তবে এখনও সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কনীতি নিয়ে কোনও রায় দেয়নি। কবে থেকে মার্কিন নাগরিকদের মাথাপিছু ২ হাজার ডলার দেওয়া হবে, তাও জানাননি ট্রাম্প।
