সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের কড়া নিন্দা করেছিল কলম্বিয়া। বিবৃতি দিয়ে জানিয়েছিল, এই এধরনের হামলা লাতিন আমেরিকার সার্বভৌমত্বের উপর আঘাত। এর ফলে গভীর সংকট সৃষ্টি হবে। ২৪ ঘণ্টা কাটার আগেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়ল কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, “নিজেকে বাঁচাও।” ভেনেজুয়েলায় মার্কিন হামলার পরই সতর্ক কলম্বিয়া। ইতিমধ্যেই সীমান্তে তারা সেনা মোতায়েন করতেও শুরু করেছে বলে খবর। এবার কি আরও এক দেশে হানা দেবে মার্কিন ফৌজ?
মাদক পাচার রুখতে এবং মাদকবাহী জাহাজগুলি ধ্বংস করতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ক্যারিবিয়ান অঞ্চলে সেনা মোতায়নের নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন গুস্তাভো। এখনেই শেষ নয়, সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন, কলম্বিয়ার মাদক উৎপাদন কেন্দ্র এবং পরীক্ষাগারগুলিতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি। এই পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলায় হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুস্তাভোকে সরাসরি আক্রমণ করেন ট্রাম্প। তাঁর দাবি, কলম্বিয়ার প্রেসিডেন্ট মাদক তৈরি করছেন এবং তা আমেরিকায় সরবরাহ করছেন।
লাতিন আমেরিকা সম্পর্কে ট্রাম্প বলেন, “পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য নিয়ে কারও প্রশ্ন শুনব না। আমরা আমাদের চারপাশে ভালো প্রতিবেশীদের চাই। আমরা স্থিতিশীলতায় বিশ্বাসী। লাতিন আমেরিকার দেশগুলিতে তেলের ভাণ্ডার রয়েছে। সেগুলি রক্ষা করা ভীষণই গুরুত্বপূর্ণ।” কলম্বিয়া ছাড়াও মেক্সিকো এবং কিউবাকেও সতর্কবার্তা দিয়েছে আমেরিকা।
