সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাট জিপিটির পরামর্শ মেনে ওষুধ খেয়ে মৃত্যু হল ১৮ বছরের এক তরুণের। সম্প্রতি মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আমেরিকায়। মৃতের নাম স্যাম নেলসন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনার আগে বেশ কয়েকমাস ধরে ওই তরুণ চ্যাট জিপিটিকে বিভিন্ন অবৈধ ওষুধ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। স্বাভাবিকভাবেই চ্যাট জিপিটি তাঁকে সহায়তা করেনি। কিন্তু অভিযোগ, স্যাম কারসাজি করে চ্যাট জিপিটিকে অবৈধ ওষুধ খাওয়া নিয়ে প্রশ্ন করতেই থাকেন। চ্যাট জিপিটির সঙ্গে তাঁর এই সংক্রান্ত কথোপকথনের প্রমাণও মিলেছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, প্রায় ১৮ মাস ধরে স্যাম চ্যাট জিপিটির সঙ্গে কথোপকথন চালিয়েছিলেন। বিশেষ একটি ওষুধের প্রতি তিনি আসক্ত হয়ে পড়েছিলেন। চ্যাট জিপিটিকে করা একটি মেসেজে তিনি লেখেন, ‘আমি নিশ্চিত করতে চাই যাতে আমি অতিরিক্ত মাত্রায় এই ওষুধ না খাই। অনলাইনে এই ওশুধ সম্পর্কে খুব বেশি তথ্য উপলব্ধ নেই। আমি ভুলবশত খুব বেশি পরিমাণে এই ওষুধ খেতে চাই না।’ কিন্তু প্রাথমিকভাবে চ্যাট জিপিটি স্যামকে সাহায্য করতে চায়নি। সতর্ক করেছিল। পরিবর্তে তাঁকে চিকিৎসকের স্বরনাপন্ন হতে বলেছিল। কিন্তু এই স্যাম থামেননি। এই সংক্রান্ত কথোপকথন চালিয়ে গিয়েছিল।
দীর্ঘ ১৮ মাস এভাবে চলেছিল। মৃত্যুর কিছু দিন আগে স্যাম চ্যাট জিপিটিকে লেখেন, ‘আরও নেশাতুর হতে চাই।’ উত্তরে চ্যাট জিপিটি ওষুধের মাত্রা আরও বাড়ানোর পরামর্শ দেয়। সেই পরামর্শ মেনেই মর্মান্তিক পরিণতি হয় তরুণের।
