সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় নাগরিককে পাকিস্তান থেকে ফেরানোর প্রক্রিয়া চলাকালীন হঠাৎ সমস্যা। ওয়াঘা সীমান্তেই স্থগিত করে দেওয়া হল পরিকল্পনা। কিন্তু কী কারণে তা করা হয়েছে সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি পাকিস্তানের তরফে।
জানা গিয়েছে, পাকিস্তান থেকে ভারতীয় নাগরিক সরবজিৎ কৌরকে ফেরত পাঠানোর পরিকল্পনা হঠাৎ করেই ওয়াঘা সীমান্তে স্থগিত করে দেওয়া হয়। যার ফলে তাঁর আইনি অবস্থান কী হবে এবং সীমান্তের ওপারে তিনি কীভাবে থাকবেন তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
পাকিস্তানি নাগরিককে বিয়ে করা সরবজিৎ কৌরের ভারতে ফেরানোর পরিকল্পনা কার্যকর করা সম্ভব হয়নি। পাকিস্তানি কর্তৃপক্ষ শেষ মুহূর্তে প্রক্রিয়াটি বন্ধ করে দেয়। যদিও, পাক সরকারের তরফে সরকারিভাবে এর কোনও কারণ জানানো হয়নি। পাকিস্তানি সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, নথিপত্র-সম্পর্কিত সমস্যার কারনেই এই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। কখন অথবা কীভাবে এই প্রক্রিয়া আবার শুরু হবে সেই বিষয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
৫২ বছরের সরবজিৎ পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ছিলেন। গুরু নানকের ৫৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশপর্বে যোগ দিতে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ৪ নভেম্বর পাকিস্তানে প্রবেশ করেন ১৯৯২ জন তীর্থযাত্রী। ১০ দিন তাঁরা ছিলেন সেখানে। এরপর ১৩ নভেম্বর দলটি ফিরে আসে ভারতে। কিন্তু দেখা যায়, বাকিরা ফিরলেও কোনও খোঁজ নেই সরবজিতের। এরপর অভিবাসন দপ্তরের তরফে খবর দেওয়া হয় পাঞ্জাব পুলিশে।
তদন্তে উঠে আসে আসল ঘটনাটি। জানা যায়, সরবজিৎ পাকিস্তানেই রয়েছেন। ধর্মান্তরিত হয় তিনি বিয়ে করেছেন নাসির হুসেন নামের এক স্থানীয়কে। লাহোর থেকে ৫৬ কিমি দূরে শেখপুরায় থাকতে শুরু করেছেন ওই প্রৌঢ়া। নাম বদলে এখন তাঁর নাম নুর। একটি নিকাহনামাও প্রকাশ্যে আসে। দুই সন্তানের মা সরবজিৎ বিবাহ বিচ্ছিন্না। গত তিরিশ বছর ধরে তাঁর স্বামী ইংল্যান্ডে থাকেন। কেন হঠাৎ ওই প্রৌঢ়া এমন সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। ওই যুবককে তিনি আগে থেকে চিনতেন কিনা তাও এখনও পরিষ্কার হয়নি।
