shono
Advertisement
Donald Trump

ভারত-পাকের পর আর্মেনিয়া-আজারবাইজানে শান্তি ফেরানোর দাবি, নিজেই নিজেকে ধন্যবাদ ট্রাম্পের

শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে হোয়াইট হাউসে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প।
Published By: Amit Kumar DasPosted: 05:24 PM Aug 08, 2025Updated: 05:24 PM Aug 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৬ মাসে একাধিক দেশের মধ্যে সংঘর্ষবিরতি করিয়েছেন তিনি। সদর্পে বিশ্বের সামনে এমনই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর তোষামোদকারীরা। সেই তালিকায় যুক্ত হল আরও দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। প্রায় তিন দশক ধরে দুই দেশের মধ্যে চলা সংঘাত মেটাতে শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে হোয়াইট হাউসে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প। সোশাল মিডিয়ায় সেই বার্তা দিয়ে নিজেই নিজেকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

Advertisement

নিজেকে ধন্যবাদ দিয়ে এদিন সোশাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, 'এই দুই দেশ (আর্মেনিয়া-আজারবাইজান) বহু বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত। যার জেরে হাজার হাজার সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বহু দেশের নেতা এই যুদ্ধ থামাতে অনেক চেষ্টা করেছেন কিন্তু কেউই এখনও সফল হননি। অবশেষে আমরা সফল হলাম, এর জন্য 'ট্রাম্প'কে ধন্যবাদ।' ট্রাম্প আরও লিখেছেন, 'আমেরিকা এই দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করবে। যাতে দুই দেশের আর্থিক উন্নতি ঘটে ও সঠিক সুযোগ পায়। আমরা সর্বোচ্চ স্তরে দক্ষিণ ককেশাসকে ব্যবহার করতে সক্ষম হব। আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের জন্য আমি গর্বিত। ওনারা নিজেদের দেশের নাগরিকদের জন্য একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন।'

উল্লেখ্য, নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে গত কয়েক দশক ধরে যুদ্ধে লিপ্ত আজারবাইজান এবং আর্মেনিয়া। আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্স বহুবার সংঘর্ষবিরতির চেষ্টা করলেও সাফল্য আসেনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর শুরু হওয়া এই যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষ নিহত হন। এরপর ২০২০ সালে উভয় দেশ আবার যুদ্ধের মুখোমুখি হয়। এই যুদ্ধে প্রায় ৬ হাজার মানুষের মৃত্যুহয়, ২০২২ সালে কয়েকদিনের লড়াইয়ে কয়েক ডজন মানুষ নিহত হন। এবার সেই যুদ্ধ থামানোর পথে হাঁটলেন ট্রাম্প।

যদিও বৈঠক এখনও সম্পন্ন না হলেও, বৈঠকের আগেই বরাবরের মতো সংঘর্ষবিরতির কৃতিত্ব নিজের ঝুলিতে ঢোকালেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত একাধিক যুদ্ধ থামানোর দাবি করেছেন ট্রাম্প। এই তালিকায় রয়েছে, কঙ্গো ও রুয়ান্ডা, ইরান ও ইজরায়েল। এমনকি ভারত ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধবিরতির কৃতিত্বও নিজের ঝুলিতে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। তবে ট্রাম্পের সে দাবি খারিজ করে দিয়েছে ভারত। হামস-ইজরায়েল ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি। ট্রাম্পের কুদৃষ্টি থেকে বাঁচতে বহু দেশ তাঁকে পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলা সংঘাত মেটাতে উদ্যোগ ট্রাম্পের।
  • শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে হোয়াইট হাউসে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প।
  • সোশাল মিডিয়ায় সেই বার্তা দিয়ে নিজেই নিজেকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
Advertisement