shono
Advertisement
Donald Trump

'মধ্যপ্রাচ্যে শান্তি ফিরুক', হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করে বার্তা ট্রাম্পের

নির্বাচনে জয়ের জন্য মুসলিম ভোটারদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 06:18 PM Mar 28, 2025Updated: 06:18 PM Mar 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র রমজান মাসে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরে নির্বাচনে তাঁকে বিপুল ভোটে জেতানোর জন্য মুসলিম ভোটারদের ধন্যবাদও জানান তিনি। পাশাপাশি নৈশভোজে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আব্রাহাম অ্যাকর্ডেরও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের এই ডিনারে যোগ দিয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতা, কূটনীতিক ও সরকারি আধিকারিক। 

Advertisement

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার ইফতার ডিনারের আয়োজন করেন ট্রাম্প। সকলকে বার্তা দিয়ে তিনি বলেন,"শুভ সন্ধ্যা। এই ইফতার ডিনারে আপনাদের স্বাগতম। এখন ইসলামের পবিত্র রমজান মাসে। তাই আমার মুসলিম বন্ধুদের রমজান মুবারক। রমজান হল আধ্যাত্মিক প্রতিফলন এবং আত্মসংযমের একটি সময়। পবিত্র এই মাসে প্রতিদিন মুসলিমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করেন, প্রার্থনা করে। তারপর সারা বিশ্বের মুসলিমরা প্রতি রাতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ইফতারে যোগ দেন। সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপবাস ভাঙেন। এখন আমরা সকলেই সমগ্র বিশ্বের জন্য শান্তি কামনা করছি।”

নির্বাচনের জয়লাভের কথা ট্রাম্প করে তিনি বলেন, "আমি লক্ষ লক্ষ মুসলিম আমেরিকানদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। যাঁরা ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের সমর্থন জানিয়েছিলেন। এটা অবিশ্বাস্য ছিল। গত নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। এবার আমি যতদিন রাষ্ট্রপতি থাকব, তখন আমি আপনাদের পাশে থাকব।" নৈশভোজে বক্তৃতার সময় মধ্যপ্রাচ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি। আমার প্রশাসন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কূটনৈতিক আলোচনা চালাচ্ছে। সেটাও ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডের উপর ভিত্তি করে। যা নিয়ে সকলেই সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু এখন আমরা সমস্ত কথা রাখছি। আমরা চাই শান্তি ফিরুক।"

প্রসঙ্গত, ২০২০ সালে আমেরিকার মসনদে থাকাকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে আব্রাহাম অ্যাকর্ড সই করে ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহী। কয়েক দশকের বিবাদ মিটিয়ে ইজরায়েলকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় আরব দেশটি। অন্যদিকে, ওয়েস্ট ব্যাঙ্ক দখলের দাবি থেকে সরে আসে ইজরায়েল। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের অশান্তি থেমে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। বিশেষজ্ঞদের অনুমান ছিল, এই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হলে চাপে পড়বে ইরান। তাই আমেরিকার বিরুদ্ধে আক্রমণ শানাতে পারবে না তারা। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। গাজায় হামাসের বিরুদ্ধে তুমুল লড়াই চালাচ্ছে ইজরায়েল। এই সংঘাত মিটিয়ে শান্তির পথ খুঁজতে আমেরিকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পবিত্র রমজান মাসে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • গত বছরে নির্বাচনে তাঁকে বিপুল ভোটে জেতানোর জন্য মুসলিম ভোটারদের ধন্যবাদও জানান তিনি।
  • পাশাপাশি নৈশভোজে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আব্রাহাম অ্যাকর্ডেরও উল্লেখ করেন তিনি।
Advertisement