সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোশাল মিডিয়ায় তাঁর ঘোষণার পর থেকেই জল্পনা তুঙ্গে। ঠিক কোন কোন দেশের কথা বলছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা? তালিকায় কি থাকছে ভারতও?
নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লিখেছেন ট্রাম্প লিখেছেন, ‘আমি মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। ‘ঘুমন্ত’ জো বাইডেনের অটোপেন স্বাক্ষরিত লক্ষ লক্ষ অবৈধ প্রবেশাধিকার বাতিল করব। যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মূল সম্পদ’ নন, অথবা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম, তাঁদের সকলকে অপসারিত করব। আমাদের দেশের অভিবাসীদের জন্য সমস্ত ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করে দেব। অভ্যন্তরীণ শান্তি নষ্টকারী অভিবাসীদের ধরব এবং যে কোনও বিদেশি নাগরিককেই নির্বাসিত করব যাঁরা জনসাধারণ হিসেবে বোঝা, নিরাপত্তার জন্য ঝুঁকি অথবা পশ্চিমি সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নন।’
আমেরিকাকে বাঁচাতে ‘রিভার্স মাইগ্রেশন’ই একমাত্র পথ, জানাচ্ছেন ট্রাম্প। কিন্তু তিনি স্পষ্ট করেননি কোন কোন দেশের কথা বোঝাতে চেয়েছেন। উল্লেখ্য, 'তৃতীয় বিশ্ব' বহুদিনের এক প্রচলিত শব্দ। ঠান্ডা যুদ্ধের সময় থেকেই এই শব্দের উৎপত্তি। ১৯৫২ সালে অ্যালফ্রেড সৌভি নামের এক ফরাসি জনসমষ্টি বিশারদ একটি প্রবন্ধ লেখেন। যার শিরোনাম ছিল 'থ্রি ওয়ার্ল্ডস, ওয়ান প্ল্যানেট।' সেখানে বলা হয়, প্রথম বিশ্ব বলতে আমেরিকা ও তার সঙ্গী দেশগুলিকে বোঝানো হচ্ছে। যার মধ্যে ইউরোপীয় দেশগুলির পাশাপাশি ছিল জাপান ও অস্ট্রেলিয়াও। দ্বিতীয় বিশ্বে ছিল সোভিয়েত ইউনিয়ন (আজকের রাশিয়া) এবং তার পূর্ব ইউরোপীয় সঙ্গী দেশ, কিউবা, চিন। আর যে দেশগুলি এই দুই পক্ষের কোনওদিকেই ছিল না তাদের ধরা হয়েছিল তৃতীয় বিশ্ব হিসেবে। এর মধ্যে ছিল আফ্রিকা, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, এশিয়ার দেশগুলি। কিন্তু কেবল এই হিসেবকেই চূড়ান্ত ধরা যায় না। পরবর্তী সময়ে চালু অর্থে তৃতীয় বিশ্ব হিসেবে দরিদ্র দেশগুলিকেই মূলত বোঝানো হয়। এদিকে মার্কিন অভিবাসন দপ্তরের কাছেও তৃতীয় বিশ্বের দেশের কোনও তালিকাও নেই। ফলে শেষপর্যন্ত কোন কোন দেশ থেকে অভিবাসন পুরোপুরি বন্ধ করতে চাইবেন ট্রাম্প, তা এখনও ধোঁয়াশাতেই রয়েছে।
