সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম আফ্রিকার জেহাদ-জর্জর অশান্ত মালিতে অপহৃত হয়েছেন ৫ ভারতীয়। জঙ্গিদের হাতে অপহৃত ভারতীয়দের উদ্ধারে এবার কোমর বেঁধে নামল ভারত সরকার। রবিবার মালিতে অবস্থিত ভারতের দূতাবাসের তরফে এ বিষয়ে এক বিবৃতি জারি করে হয়েছে। যেখানে বলা হয়েছে, অপহৃতদের উদ্ধারে বিদেশমন্ত্রক মালির প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 'গত ৬ নভেম্বর মালিতে আমাদের দেশের ৫ নাগরিককে অপহরণের ঘটনা সম্পর্কে আমরা অবগত। দুর্ভাগ্যজনক এই ঘটনার পর তাঁদের উদ্ধারে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব আমাদের নাগরিকদের মুক্ত করতে দূতাবাস মালির প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে।'
গত বৃহস্পতিবার পশ্চিম মালির কোবরির কাছে সশস্ত্র আততায়ীরা ওই পাঁচ ভারতীয়কে অপহরণ করে। তাঁরা একটি বিদ্যুৎ সংক্রান্ত প্রকল্পে কাজ করতে এখানে এসেছিলেন। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই এই অপহরণের দায়িত্ব নেয়নি। তবে মালিতে আল কায়দা এবং ইসলামিক স্টেট, দুই গোষ্ঠীরই মদতপুষ্ট জঙ্গিদের দাপাদাপি। ফলে দুই গোষ্ঠীর যে কেউই এমন কাজ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, মালির শাসনভার এই মুহূর্তে জুন্টার হাতে। কিন্তু সেনার পক্ষে এখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না অপরাধী চক্র ও জঙ্গিদের দৌরাত্ম্যে। বিদেশিদের অপহরণের ঘটনা এখানে নতুন নয়। ২০১২ সালে সংঘর্ষের বাতাবরণ শুরু হওয়ার পর থেকে মাঝে মাঝেই এমন ঘটনা ঘটেছে। আপাতত ওই সংস্থায় কর্মরত বাকি ভারতীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যে ৫ জনকে অপহরণ করা হয়েছে তাঁদের দ্রুত উদ্ধার করতে এবার তৎপর হল মোদি সরকার।
