সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক দুর্নীতির অভিযোগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত৷ একই মামলায় সাত বছরের কারাদণ্ড হয়েছে তার মেয়ে মারিয়মের৷ ২৫ জুলাই পাকিস্তানের নির্বাচনের মাত্র তিনমাস আগেই লন্ডনে ফ্ল্যাটের মালিকানা মামলায় রায় ঘোষণা আদালতের৷ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই রায় বলেই অভিযোগ শরিফ ঘনিষ্ঠদের৷
কয়েকবছর আগে লন্ডনে নওয়াজের নামে থাকা চারটি ফ্ল্যাটের আর্থিক উৎসের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে৷ শরিফের অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তদন্তকারী সংস্থা দাবি, ওই সম্পত্তি আদতে তাঁর নয়৷ দেশ থেকে কোটি কোটি টাকা তছরূপ করে লন্ডনে চারটি ফ্ল্যাট তিনি কিনেছেন বলে দাবি করা হয়৷ কেলেঙ্কারিতে নাম জড়ায় তাঁর মেয়ে মারিয়মের৷
[আর্থিক দুর্নীতির অভিযোগে জেরার মুখে নওয়াজ শরিফ]
সপ্তাহখানেক আগে এই ঘটনার রায় ঘোষণা কিছুদিন পিছিয়ে দেওয়ার দাবি জানান নওয়াজ শরিফ৷ তিনি পাক আদালতে জানান, স্ত্রীর গলার ক্যানসারের জন্য আপাতত লন্ডনে রয়েছেন৷ তাই এই মুহূর্তে রায় ঘোষণায় সমস্যা হবে বলেই জানান শরিফ৷
কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালতে৷ শুক্রবারই রায় ঘোষণা হয়৷ নওয়াজ শরিফের দশ বছর ও তাঁর মেয়ে মারিয়মের সাত বছরের কারাদণ্ডের কথা ঘোষণা করে পাক আদালত৷ আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন৷ তার আগে রাজনৈতিক প্রতিহিংসায় এই রায় ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ নওয়াজ ঘনিষ্ঠদের৷
The post দুর্নীতি মামলায় ১০ বছরের জেল নওয়াজ শরিফের, কারাদণ্ড মেয়ে মারিয়মেরও appeared first on Sangbad Pratidin.