সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মে মাসে ভারত-পাক সংঘর্ষে ভারতীয় বায়ুসেনাকে পর্যুদস্তু করেছিল পাকিস্তানের বায়ুসেনা, এমনকী যুদ্ধে ধ্বংস হয়েছে ভারতের একাধিক রাফালে যুদ্ধবিমান, এক ফরাসি সেনা কমান্ডার নাকি বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি এমনটাই দাবি করেছিল পাক সংবাদমাধ্যম। রবিবার এই দাবি নস্যাৎ করল ফরাসি নৌসেনা। তাদের মতে পাক মিডিয়া রিপোর্ট 'মাত্রাতিরিক্ত ভুল তথ্যে' ভরা।
পাকিস্তানের জিও টিভির একটি প্রতিবেদনে বলা হয়, ফরাসি কমান্ডার জাকিস লাউনে নিশ্চিত করেছেন অপারেশন সিঁদুরের সময় আকাশে পাকিস্তানের দাপট। তিনি নাকি আরও বলেন, পাকিস্তানি বায়ুসেনা অনেক বেশি তৈরি ছিল। তাছাড়া রাফাল ধ্বংসের নেপথ্যে কেবল চিন জে-১০সি যুদ্ধবিমানের প্রযুক্তিগত ক্ষমতাই নয়, অন্য কারণ রয়েছে। এই সংবাদ পরিবেশনকে 'ভুয়ো খবর' বলেছে ফরাসি নৌসেনা। এক বিবৃতিতে বলা হয়েছে, "ক্যাপ্টেন লৌনের নামে যা দাবি করা হয়েছে, তা ছাপার জন্য অনুমতি নেওয়া হয়নি। নিবন্ধটিতে ব্যাপক ভুল তথ্য এবং বিভ্রান্তি রয়েছে।" ফরাসি নৌসেনরা বিবৃতি প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন শাসক দলের নেতারা। বিজেপি নেতা অমিত মালব্যের বক্তব্য, পাকিস্তানের মিথ্যাচার সামনে চলে এল।
উল্লেখ্য, ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার অন্তত ৩টি রাফালে যুদ্ধবিমান নামিয়েছে তারা। শুরুতে পাকিস্তানের দাবি নিয়ে ভারত মুখ খোলেনি। তবে পরে সর্বাধিনায়ক অনিল চৌহান মেনে নিয়েছেন, অপারেশন সিঁদুরে ভারত যুদ্ধবিমান হারিয়েছে। তবে সংখ্যার বিষয়টি এড়িয়ে গিয়ে সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান জোর দেন, ত্রুটি খোঁজায়। সেনা সর্বাধিনায়কের বক্তব্যের পর এটা পরিষ্কার হয় যে, অপারেশন সিঁদুরের সময় ফ্রান্স থেকে আনা রাফালে যুদ্ধবিমান খোয়াতে হয়েছে ভারতকে। কিন্তু ঠিক কতগুলি রাফালে ভারত খুইয়েছে এবং কেন খুইয়েছে সেটা স্পষ্ট করেননি সেনা সর্বাধিনায়ক।
তবে খোদ রাফালে প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশন সংস্থার সিইও এরিক ট্র্যাপিয়ার জানান, অপারেশন সিঁদুর চলাকালীন ভারত একটি মাত্র রাফালে যুদ্ধবিমান খুইয়েছে। অপারেশন সিঁদুর চলাকালীন রাফালে যুদ্ধবিমান নিয়ে ভুয়ো প্রচার চালিয়েছিল চিন! বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করল আমেরিকার এক কমিশন।
