সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: ভারত অপারেশন সিঁদুর অভিযানে যা করেছে, পাকিস্তান সেনাও একই কাজ করে চলেছে আফগানিস্তানে। তাই নয়াদিল্লির পদক্ষেপ নিয়ে আপত্তি থাকার কথা নয়। এই মর্মে পাক সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) বিরুদ্ধে তোপ দাগলেন সে দেশেরই এক বিরোধী দলনেতা। প্রশ্ন তুললেন পাক সরকার এবং সেনার বিদেশনীতি নিয়েও।
মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জামিয়াত উলেমা-ই-ইসলামের প্রধান মৌলানা ফজলুর রহমান। সেখানে ইসলামাবাদ এবং কাবুলের সাম্প্রতিক টানাপড়েন নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাক সেনার হামলার নিন্দা করে ফজলুরের মত, "শত্রুরা লুকিয়ে রয়েছে, স্রেফ এই যুক্তিতে আপনারা আফগানিস্তানে হামলা চালাতে পারেন, তা হলে ভারত কী দোষ? এই একই কারণেই তো বাওয়ালপুর আর মুরিদে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা।"
পাকিস্তানের পার্লামেন্টের বিরোধী আসনে প্রাক্তন প্রধানমন্ত্রী (বর্তমানে জেলবন্দি) ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ সমর্থিত ৭৫ জন সদস্য রয়েছেন। এ ছাড়াও রয়েছেন ফজলুরের দলের ১০ জন। মুনিরের উদ্দেশে ফজলুর বলেন, " ভারত পাকিস্তানে হামলা চালালে আপনারা এত প্রশ্ন তোলেন কেন? আপনারাও তো একই কায়দায় কাবুলে হামলা চালান।" মৌলানার মত, পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে বিবাদে দু'দেশের কেউই উপকৃত হবে না। বরং, এতে সীমান্তে স্থিতাবস্থা আরও বিঘ্নিত হবে। এই বিবাদ মেটানোর একমাত্র উপায় আলোচনা বলেই জানিয়েছেন বিরোধী নেতা।
