সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজের হামলায় নিহত ইটালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির বান্ধবী। ওই হামলায় প্রাণ হারিয়েছেন আরও দু’জন। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, বান্ধবীকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন মেলোনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো। রবিবার রোমের একটি কফিশপে বসে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করছিলেন তিনি। হঠাৎ সেখানে হাজির হন এক প্রৌঢ়। অভিযোগ, বছর সাতান্নোর ওই ব্যক্তি ঘরে ঢুকে পকেট থেকে বন্দুক বার করে গুলি চালান। গুলিবিদ্ধ হন উপস্থিত ৪ জন। তাঁদের মধ্যে মেলোনির বান্ধবী-সহ ৩ জনেরই মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তের পর স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারী নিহতদের পরিচিত। আগে তাঁদের মধ্যে বিবাদ ছিল। সেই থেকেই সম্ভবত ঘটনা এতদূর গড়িয়েছে। এর নেপথ্যে কোনও ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেই আপাতত মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: রাশিয়ার সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা ইউক্রেনের, মৃত বহু সেনা আধিকারিক]
রোমের পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম ক্লাউডিও ক্যাম্পি। তাঁকে ঘটনাস্থলেই ধরে ফেলেন স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। হামলায় ব্যবহৃত গ্লক পিস্তলটি চুরি করেছিলেন ক্যাম্পি বলেও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, আগে থেকেই খুনের পরিকল্পনা করে রেখেছিলেন ক্লাউডিও। সেই কারণে আগাম হাতিয়ার জোগাড় করেছিলেন তিনি। আগ্নেয়াস্ত্র চুরিতে কেউ তাঁকে সাহায্য করেছিল কি না, তা খতিয়ে দেখছে রোমের পুলিশ।
উল্লেখ্য, গত অক্টেবর মাসে ইটালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসেন জিওর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। অতি দক্ষিণপন্থী নেত্রী ও বেনিটো মুসোলিনির ভক্ত হিসাবেই পরিচিত জিওর্জিয়া মেলোনি। কিছুদিন আগেই এক ইউক্রেনীয় শরণার্থীকে হেনস্তার ভিডিও প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মেলোনি।অভিযোগ, মেলোনির উথ্থানেে ইটালিতে ফের ফ্যাসিবাদের প্রসার ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।