সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশ্বব্যাপী উন্নয়নের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-২০-র সদস্য দেশগুলিকে এই বিষয়ে উৎসাহ দেন তিনি। উল্লেখ্য, আফ্রিকায় এই প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই মঞ্চ দাঁড়িয়ে মোদি বলেন, যেসব অঞ্চল দীর্ঘদিন ধরে সম্পদের বঞ্চনার শিকার এবং পরিবেশগত ভারসাম্যহীনতার সম্মুখীন, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের বিষয়ে তাদের নতুন করে ভাবতে হবে।
নিজের বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থিক বৃদ্ধি হলে কেউ পিছনে পড়ে থাকে না”। মোদি আরও দাবি করেন, ভারতের অখণ্ড মানবতার নীতি সুষম বৃদ্ধির এক মডেল। মহাদেশ জুড়ে জ্ঞান, দক্ষতা এবং নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা পুনর্গঠনের লক্ষ্যে তিনটি প্রধান প্রস্তাব দেন তিনি। যার মধ্যে রয়েছে বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী জ্ঞান ভাণ্ডার তৈরি, আফ্রিকার যুবদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং মাদক-সন্ত্রাসের মোকাবিলা।
প্রসঙ্গত, আফ্রিকার মাটিতে প্রথম G20 সম্মেলনে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় জোহানেসবার্গ পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে পৌঁছেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন তিনি। দুই দেশের সুসম্পর্কের উপর জোর দিয়ে তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন দুই রাষ্ট্রপ্রধান।
