shono
Advertisement
Sri lanka

ঘূর্ণিঝড়ের তাণ্ডব, শ্রীলঙ্কায় আটকে থাকা ভারতীয়দের ফেরাতে কী পদক্ষেপ? জানাল কমিশন

হাই কমিশনের তরফে বিধ্বস্ত শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে হাই কমিশন।
Published By: Kousik SinhaPosted: 03:10 PM Nov 30, 2025Updated: 03:10 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে একেবারে লন্ডভন্ড শ্রীলঙ্কা। একদিকে প্রবল বর্ষণ, অন্যদিকে ভূমিধসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। দ্বীপরাষ্ট্রে ভয়াল এই ঘূর্ণিঝড়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। বহু মানুষ নিখোঁজ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সংকটে পাশে দাঁড়িয়ে 'অপারেশন সাগর বন্ধু' শুরু করেছে ভারত। সে দেশের মানুষের কথা ভেবে পাঠানো হয়েছে ত্রাণ। কিন্তু ভয়াল পরিস্থিতিতে শ্রীলঙ্কায় আটকে পড়েছেন বহু পর্যটক। যার মধ্যে রয়েছে বহু ভারতীয়ও। আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে ইতিমধ্যে এগিয়ে এসেছে ভারতীয় হাই কমিশন। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। শুধু তাই নয়, খোলা হয়েছে জরুরি সহায়তা ডেস্কও।

Advertisement

কলম্বোর ব্যান্ডারানাইকে আন্তর্জাতিক বিমানবন্দরে খোলা হয়েছে জরুরি সহায়তা ডেস্ক। যেখানে সে দেশে আটকে পড়া ভারতীয়রা গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও অনলাইনের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে। এজন্য ভারতীয় হাই কমিশনের তরফে একটি অনলাইনে লিঙ্ক জারি করা হয়েছে। এছাড়াও হাই কমিশনের তরফে জারি করা এই +94 773727832- হেল্পলাইন নম্বরেও শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয়রা যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে। এই নম্বরে হোয়াটস অ্যাপের সুবিধাও রয়েছে বলে কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইতিমধ্যে যদিও হাই কমিশনের তরফে বিধ্বস্ত শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে হাই কমিশন। খাবার, জল এবং অন্যান্য প্রাথমিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বলে রাখা প্রয়োজন, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলঙ্কায় প্রাকৃতিক দুর্যোগে এত মানুষের মৃত্যুতে শোকজ্ঞাপন করে এক্স হ্যান্ডলে লেখেন, "ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সহমর্মিতা জানাই। দুর্যোগের জেরে আহত, ঘরছাড়া মানুষদের দ্রুত সুস্থতা কামনা করি। 'অপারেশন সাগর বন্ধু' অভিযানে নেমেছে ভারত। জলসীমার সব চেয়ে কাছে থাকা প্রতিবেশী রাষ্ট্রে ইতিমধ্যেই প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে ভারত। আমরা আরও ত্রাণ ও সহযোগিতা পাঠাতে প্রস্তুত। শ্রীলঙ্কার বিপদে ভারত সর্বক্ষণ পাশে আছে।"

অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয় জয়শঙ্কর জানিয়েছেন, ইতিমধ্যেই ত্রাণসামগ্রী নিয়ে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস উদয়গিরি শ্রীলঙ্কার উপকূলে পৌঁছে গিয়েছে। আগামী দিনে আরও ত্রাণসামগ্রী ভারতের তরফে পাঠানো হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে একেবারে লন্ডভন্ড শ্রীলঙ্কা।
  • প্রতিবেশী দেশের সংকটে পাশে দাঁড়িয়ে 'অপারেশন সাগর বন্ধু' শুরু করেছে ভারত।
  • আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে ইতিমধ্যে এগিয়ে এসেছে ভারতীয় হাই কমিশন।
Advertisement