shono
Advertisement
Jamaica

গতিবেগ ঘণ্টায় ৩০০ কিমি! হ্যারিকেন মেলিসায় লন্ডভন্ড জামাইকা, মৃত অন্তত ৩০

১৭৪ বছরে এত ভয়ংকর ঝড় দেখেনি জামাইকা।
Published By: Kishore GhoshPosted: 11:01 AM Oct 30, 2025Updated: 11:58 AM Oct 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যারিকেন মেলিসায় লন্ডভন্ড জামাইকা। দক্ষিণ-পশ্চিম জামাইকায় নিউ হোপের কাছে আছড়ে পড়ে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগের ভয়ংকর ঘূর্ণিঝড়। নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। ১৭৪ বছরে এত ভয়ংকর ঝড় দেখেনি জামাইকা।

Advertisement

কেবল জামাইকা নয়, ভয়ংকর ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত আফ্রিকার একাধিক দেশ। তার মধ্যে রয়েছে কিউবার পূর্বাঞ্চল এবং হাইতির কিছু অংশ। ঝড়ে মৃত্যু হয়েছে জামাইকা এবং হাইতি দুই দেশেই। মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। জামাইকায় ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে বহু গাছ, বিদ্যুতের খুটি। এর ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বেশির ভাগ এলাকায়। অন্ধকারে রয়েছেন দু’লক্ষ মানুষ। তবে হাসপাতালে এখনও বিদ্যুৎ রয়েছে বলেই জানা গিয়েছে। অধিকাংশ রাস্তা বন্ধ। উপকূলবর্তী অঞ্চলে বাড়ি, দোকানপাট ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আগে থেকে স্থানীয়দের নিরাপদ এলাকায় সরানোয় বড় বিপদ এড়ানো গিয়েছে, মনে করছে প্রশাসন।

ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ পর্যটকদের পছন্দের জায়গা। জামাইকায় ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগে সেখানে ২৫ হাজার পর্যটক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। আপাতত বিমান পরিষেবা বন্ধ থাকায় পর্যটকদের ঘরে ফেরার উপায় নেই। জামাইকা দেশের সবচেয়ে বড় ঘূর্ণিঝড়ের সাক্ষী হয়েছে, ইতিমধ্যে নিশ্চিত করেছে প্রশাসন। আরও জানা গিয়েছে, বর্তমানে একাধিক আশ্রয় কেন্দ্র রয়েছে ২৫ হাজার মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেবল জামাইকা নয়, ভয়ংকর ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত আফ্রিকার একাধিক দেশ।
  • স্থানীয়দের নিরাপদ এলাকায় সরানোয় বড় বিপদ এড়ানো গিয়েছে, মনে করছে প্রশাসন।
Advertisement