shono
Advertisement

আততায়ীদের হাতে আমেরিকায় আক্রান্ত ভারতীয় পড়ুয়া, জয়শংকরের দ্বারস্থ পরিবার

'স্বপ্নের দেশ' আমেরিকায় এসে এমন অভিজ্ঞতায় ভেঙে পড়েছেন আক্রান্ত।
Posted: 09:49 AM Feb 07, 2024Updated: 02:15 PM Feb 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (US) আক্রান্ত ভারতীয় পড়ুয়া। শিকাগোয় (Chicago) সশস্ত্র আততায়ীরা তাঁর উপরে হামলা চালিয়ে ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ। আহত যুবকের পরিবার কেন্দ্রের দ্বারস্থ হয়ে আবেদন করেছে যেন এই বিষয়ে মোদি সরকার হস্তক্ষেপ করে এবং ওই পড়ুয়ার যথাযথ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সইদ মাজাহির আলি হায়দরাবাদের বাসিন্দা। তিনি শিকাগোর ইন্ডিয়ানা ওয়েসলেয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠরত। নিজের বাড়ির খুব কাছেই তিনি আক্রান্ত হন। এক ভাইরাল ভিডিওয় আক্রান্ত পড়ুয়াকে বলতে শোনা গিয়েছে, ”আমি খাবার নিয়ে বাড়ি ফিরছিলাম। সেই সময় চারজন আমার উপরে হামলা করে। ওরা সশস্ত্র ছিল। আমাকে লাগাতার লাথি, ঘুসি মেরে ফোন ছিনিয়ে পালিয়ে যায়। আমাকে দয়া করে সাহায্য করুন।” জানা গিয়েছে, আলির শরীরে বহু জায়গায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে হামলার ফলে।

[আরও পড়ুন: অজিত পওয়ারের শিবিরই আসল NCP, ঘোষণা নির্বাচন কমিশনের]

আক্রান্তের পরিবার হায়দরাবাদে থাকে। স্ত্রী ও তিন ছোট্ট শিশু রয়েছে তাঁর। স্বাভাবিক ভাবেই বিদেশে এভাবে আলির আক্রান্ত হওয়ার ঘটনায় সকলেই উদ্বিগ্ন। ইতিমধ্যেই তাঁর স্ত্রী বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে যোগাযোগ করেছেন। মঙ্গলবারই শিকাগোর ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, তাঁরা আলির সঙ্গে সব রকম যোগাযোগ রেখেছেন। এবং সম্ভাব্য সব রকম সাহায্য করা হচ্ছে তাঁকে।

উল্লেখ্য, বিদেশে ভারতীয় পড়ুয়াদের আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। আলির তুতো ভাই আবদুল ওয়াহাব মহম্মদও আমেরিকাতেই স্নাতকোত্তর পড়ছেন। তিনি জানাচ্ছেন, ”কখনও কখনও মনে হয়, পড়া অসমাপ্ত রেখেই দেশে ফিরে যাই। এই ধরনের ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায়, এখানে কারও কোনও নিরাপত্তা নেই।” এদিকে আলিও জানাচ্ছেন, ”আমেরিকা আমার স্বপ্নের দেশ। এখানে এসেছি নিজের স্বপ্নপূরণ করতে। কিন্তু এই ঘটনা আমাকে ট্রমার মধ্যে ফেলে দিয়েছে।”

[আরও পড়ুন: রাহুলের ‘সংরক্ষণ টোপ’, ক্ষমতাই এলেই কোটার অধীনে ৫০ শতাংশেরও বেশি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement