সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলর রোষানলে গাজা হয়ে উঠেছে মৃত্যু উপত্যকা। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়েও অনড় নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন গাজা দখলের। এই পরিস্থিতির মাঝেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিলেন ইজরায়েল ডিফেন্স ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইক জমির। তাঁর আর্জি, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি মেনে নেওয়া হোক।
সম্প্রতি হাইফা নৌসেনা ক্যাম্প প্রদর্শনে গিয়ে ইজরায়েলের সেনা প্রধান বলেন, "নেতানিয়াহুর সামনে বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন করার একটি সুযোগ রয়েছে। আমাদের মনে হয় এই সুযোগ গ্রহণ করা উচিত। সেনার জন্যই এই বিশেষ চুক্তি সম্পন্নের সুযোগ তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই প্রধানমন্ত্রী নেবেন।" জমির আরও বলেন, "দেশের জনগনের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া উচিত। তারা চান বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হোক। যার মাধ্যমে ৫০ জন পণবন্দিকে ঘরে ফেরানো এবং এই যুদ্ধ সমাপ্ত করা সম্ভব হবে।"
উল্লেখ্য, তিন বছরের বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধে এবার চরম আঘাত হানার প্রস্তুতি শুরু করেছে ইজরায়েল। এদিকে নেতানিয়াহুর সেনার গুলিতে মৃত্যুর পাশাপাশি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে গাজায়। ইতিমধ্যেই সেখানে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েলের চরম অমানবিকতায় রাষ্ট্রসংঘের পাশাপাশি ফুঁসে উঠেছে ইউরোপের বহু দেশ। শুধু তাই নয়, ঘরের অন্দরেও যথেষ্ট চাপে নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের হয় তেল আবিবের হোস্টেজ স্কোয়ার থেকে। রাজধানীর পাশাপাশি ইজরায়েলের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে যোগ দেন মিছিলে। তাঁদের অভিযোগ, ''প্রধানমন্ত্রী নেতানিয়াহু আলোচনা এবং চুক্তির কথা বলছেন ঠিকই, কিন্তু তার আচরণে স্পষ্ট যে তিনি পণবন্দিদের বলি দিতে চান। পণবন্দিরা বাঁচল কী মরল তাতে প্রধানমন্ত্রীর কিছু যায় আসে না।” গুরুতর এই পরিস্থিতির মাঝেই সামনে এল ইজরায়েল সেনাপ্রধানের বিবৃতি।
এদিকে এক রিপোর্ট বলছে, বর্তমানে হামাসের হাতে বন্দি রয়েছে ইজরায়েলের অন্তত ৫০ জন। যাঁদের মধ্যে মাত্র ২০ জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইজরায়েলের হাতে বন্দি ১০,৮০০ প্যালেস্টিনীয়। এই বন্দি বিনিময়ের চাপ ক্রমশ বাড়ছে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর।
