shono
Advertisement

Breaking News

India Pakistan Conflict

ভারতের প্রত্যাঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভিক্ষার ঝুলি হাতে আন্তর্জাতিক মহলে পাকিস্তান! কী বলছে ইসলামাবাদ?

ভারতের প্রত্যাঘাতে জেরবার পাকিস্তান।
Published By: Biswadip DeyPosted: 10:42 AM May 09, 2025Updated: 03:20 PM May 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রত্যাঘাতে জেরবার পাকিস্তান (India Pakistan Conflict)। বিপর্যস্ত অবস্থায় এবার  নাকি আন্তর্জাতিক মহলের দ্বারস্থ ইসলামাবাদ। দাবি একটাই, চাই ঋণ। অবশ্য আরও একটা আর্জি আছে। শান্তি ফেরাতে সাহায্য করা। এমনিতেই আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। শনিবারই এই নিয়ে বৈঠকে বসার কথা। এর মধ্যেই পাক অর্থমন্ত্রক এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে আন্তর্জাতিক সঙ্গীদের থেকে আরও ঋণ চাইছে পাকিস্তান।যদিও এরপরই সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে দাবি করা হয় এই দাবি ভুয়ো। আসলে হ্যাক করা হয়েছে ওই ওয়েবসাইট।

Advertisement

তবে এই দাবি ভুয়ো হলেও পাকিস্তান আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফের দ্বারস্থ হয়েছে। শনিবারই আইএমএফ বোর্ডের সঙ্গে এক জরুরি বৈঠকে বসতে চলেছে ইসলামাবাদ। আপাতত সেই বৈঠককেই ‘পাখির চোখ’ করেছে পাকিস্তান। 

বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য বারবার আন্তর্জাতিক অর্থভাণ্ডারের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। এবার ফের তারা চাইছে ১.৩ বিলিয়ন ডলার। ‘ধার করে ঘি খাওয়া’র মতো ওই অর্থেই দেশের মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে চায় তারা। আর সেই নিয়েই শনিবারের বৈঠক। সেখানে আইএমএফ পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টি পর্যালোচনা করবে। অন্যদিকে ভারত আইএমএফকে লাগাতার চাপ দিয়ে চলেছে যেন প্রতিবেশী দেশকে আর অর্থসাহায্য না করা হয়। অন্যথায় সেই অর্থে পরোক্ষে হাত মজবুত হবে আইএসআই এবং লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলির। এখন দেখার ভারতের চাপে আইএমএফ পাকিস্তানকে আদৌ ঋণ দিতে রাজি হয় কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের প্রত্যাঘাতে জেরবার পাকিস্তান। বিপর্যস্ত অবস্থায় এবার আন্তর্জাতিক মহলের দ্বারস্থ ইসলামাবাদ। দাবি একটাই, চাই ঋণ।
  • অবশ্য আরও একটা আর্জি আছে। শান্তি ফেরাতে সাহায্য করা।
  • এমনিতেই আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। শনিবারই এই নিয়ে বৈঠকে বসার কথা।
Advertisement