সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাপুরুষ শাহবাজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম মুখে নিতে ভয় পান। পাক প্রধানমন্ত্রীকে এভাবেই বেনজির আক্রমণ করলেন সেদেশেরই এক সাংসদ। একদিকে ভারতের সঙ্গে সংঘাত, অন্যদিকে নিজের দেশের অন্তঃকলহ। ঘরে-বাইরে দ্বিমুখী চাপে জেরবার পাক প্রধানমন্ত্রী।
শুক্রবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ওই নেতা বলেন, “ভারতের বিরুদ্ধে একটাও বিবৃতি আসেনি। সীমান্তে দাঁড়িয়ে থাকা পাক সৈন্যরা আশা করেছিল, সরকার সাহসের সঙ্গে লড়াই করবে।” এরপরই শাহবাজ শরিফকে নিশানা করে তিনি বলেন, “নেতাই যখন কাপুরুষের মতো মোদির নাম মুখে নিতে ভয় পান, তখন সীমান্তে লড়াই করা সৈন্যরা কী বার্তা পাচ্ছেন?” পাক সাংসদের এই মন্তব্যের পরই প্রকাশ্যে চলে এসেছে সেদেশের অন্তঃকলহ। ক্রমেই চাপ বাড়ছে শাহবাজের উপর। তবে এবিষয়ে এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। ভারতের পশ্চিমাংশকে টার্গেট করে মিসাইল, ড্রোন ছোঁড়ার অপচেষ্টা চালায় পাক বাহিনী। ভারত যেখানে বেছে বেছে জঙ্গিঘাঁটিতে আক্রমণ করেছিল, সেখানে নির্লজ্জভাবে সাধারণ নাগরিকদের উপর হামলার চেষ্টা। পাকিস্তানের এই হামলার কড়া জবাব দিয়েছে ভারতও। একদিকে জল,স্থল, আকাশে ভারতের ত্রিমুখী হামলা। অন্যদিকে সেই আক্রমণে তছনছ দেশের অন্দরেই বিদ্রোহ তুঙ্গে। সবমিলিয়ে বিধ্বস্ত, ছন্নছাড়া, দিশাহারা পাকিস্তান। পাক হামলার পাল্টা ভারতীয় অ্যাকশন বৃহস্পতিবার বিকেল থেকেই ধাপে ধাপে বাড়ছিল। রাত বাড়তেই জল, স্থল ও আকাশপথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান খান হয়ে গিয়েছে বলে খবর।
