shono
Advertisement
India Pakistan War

'ইচ্ছে করেই ড্রোন হামলা হতে দিয়েছি', হাস্যকর যুক্তি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর

ঠিক কী বলেছেন খোয়াজা আসিফ?
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 01:52 PM May 10, 2025Updated: 04:45 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের নানা জায়গায় ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান (Pakistan)। কিন্তু তা তো ব্যর্থ হয়েইছে। উলটে বৃহস্পতিবার সন্ধের পর থেকে পাকিস্তানের একাধিক জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত (India)। পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পাকিস্তানের বিভিন্ন শহর। এই পরিস্থিতিতে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন, তাঁরা চাইলেই এই ড্রোন হামলা ঠেকাতে পারতেন। কিন্তু চেষ্টা করেননি! কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সংসদে দাঁড়িয়ে তাঁর সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন। আর সেই ব্যাখ্যা শুনে সোশাল মিডিয়ায় বিদ্রুপের ঝড় বয়ে গিয়েছে। শুধু তাই নয়, পাক সেনাবাহিনীর দাবিই খণ্ডন করেছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী।

Advertisement

কী বলেছেন খোয়াজা আসিফ? তিনি বলেছেন, পাকিস্তান (Pakistan) চাইলেই ভারতের ড্রোন হামলা ঠেকাতে পারত। কিন্তু তা করতে গেলে পাক সেনার নানা ক্যাম্পের হদিশ পেয়ে যেত ভারত (India)। তাই প্রতিঘাত করা হয়নি! আসিফের কথায়, “আমরা আমাদের দেশের বিমান প্রতিরক্ষা ইউনিটের লোকেশন জানাতে চাইনি ভারতকে। তাই ইচ্ছে করেই ড্রোন হামলা করতে দিয়েছি। তা প্রতিহত করার চেষ্টা করিনি। আমাদের অবস্থান শনাক্ত করার জন্যই ড্রোন হামলা চালানো হয়েছিল। এটি একটি কারিগরি বিষয় যা আমি ব্যাখ্যা করতে পারছি না। আমরা ড্রোনগুলিকে আটকাইনি, যাতে আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলির অবস্থান ফাঁস না হয়।”

বৃহস্পতিবার পাক বাহিনী দাবি করেছিল, বুধবার রাত থেকে হামলার সময় তারা ভারতের ২৫টি ড্রোনকে ঘায়েল করেছে। অথচ দেশের প্রতিরক্ষামন্ত্রীই সংসদে দাঁড়িয়ে ঠিক উলটো কথা বললেন। যা নিয়ে বিভিন্ন মহলে পাকিস্তানের মুখ পুড়েছে। অবশ্য ৭ মে ভারত-পাকিস্তান সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই খোয়াজা আসিফ একের পর এক বিতর্কিত মন্তব্যের জন্য বারবার বিশ্বব্যাপী খবরের শিরোনামে এসেছেন। ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দাবি করেছিলেন যে, ৫টি রাফাল যুদ্ধবিমান নাকি পাকিস্তান ধ্বংস করেছে। কিন্তু পাক প্রতিরক্ষামন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমে এই দাবি করেও তার প্রমাণ দিতে পারেননি। বলেন, প্রমাণ রয়েছে সোশাল মিডিয়ায়। তারও আগে আসিফ ক্যামেরার সামনে বলেছিলেন, পাকিস্তান কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদকে সমর্থন এবং অর্থ জোগানের ‘নোংরা কাজ’ করে আসছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন, তাঁরা চাইলেই এই ড্রোন হামলা ঠেকাতে পারতেন। কিন্তু চেষ্টা করেননি!
  • বৃহস্পতিবার পাক বাহিনী দাবি করেছিল, বুধবার রাত থেকে হামলার সময় তারা ভারতের ২৫টি ড্রোনকে ঘায়েল করেছে।
  • দেশের প্রতিরক্ষামন্ত্রীই সংসদে দাঁড়িয়ে ঠিক উলটো কথা বললেন। যা নিয়ে বিভিন্ন মহলে পাকিস্তানের মুখ পুড়েছে।
Advertisement