সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব অর্থনীতির নড়বড়ে অবস্থা সত্ত্বেও, ভারতে এখনও আশার আলো। রাষ্ট্রসংঘ জানিয়েছে, ভারত চলতি বছরেও বিশ্বের দ্রুততম বৃদ্ধির প্রধান অর্থনীতি হিসাবে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হবে। রাষ্ট্রসংঘের আশা, চলতি অর্থবছরে ভারতের বৃদ্ধির হার হবে ৬.৩ শতাংশ।
সংবাদসংস্থা সূত্রে খবর, রাষ্ট্রসংঘের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনার সাম্প্রতিক তথ্য অনুসারে, ভারতের বৃদ্ধির পিছনে রয়েছে শক্তিশালী পারিবারিক ব্যয়, দৃঢ় সরকারি বিনিয়োগ এবং ক্রমবর্ধমান পরিষেবা রপ্তানি। জানুয়ারিতে বৃদ্ধির অনুমান ৬.৬ শতাংশ থেকে সামান্য সংশোধিত হলেও ভারত এখনও অন্যান্য বৃহৎ অর্থনীতির তুলনায় এগিয়ে রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। পরের বছর ভারতের অর্থনীতি ৬.৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যদিও এটি পূর্বের প্রত্যাশার চেয়ে সামান্য কম।
ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা এবং নীতিগত অনিশ্চয়তার দিকে ইঙ্গিত করে রাষ্ট্রসংঘ বলেছে, ‘বিশ্ব অর্থনীতি একটি অনিশ্চিত মুহূর্তে রয়েছে। অনেক দেশ এখন আগের অনুমানের চেয়ে ধীর গতিতে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।’ প্রসঙ্গত, অন্যান্য প্রধান অর্থনীতির সঙ্গে তুলনা করলে ভারতের পরিসংখ্যান চিত্তাকর্ষক বলে মনে হচ্ছে। চিনের প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, আমেরিকা ১.৬ শতাংশ, জাপান ০.৭ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়ন মাত্র ১ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। জার্মানিতে -০.১ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধিও দেখা যেতে পারে।
